[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Thu Jul 14 19:16:42 UTC 2011


প্রিয় উবুন্টু ব্যবহারকারী অভিজ্ঞ বন্ধুগণ, আমি আবারো ভিন্ন অর্ডারে
হার্ডডিস্ককে পার্টিশন করে নতুনভাবে Ubuntu 10.04.1 ইনস্টল করেছি।
স্ক্রিণশট লিঙ্ক:
http://4.bp.blogspot.com/-szDf2VYUHZ0/Th8-7THl-4I/AAAAAAAABKc/kKsV0oaE460/s1600/sda80du.png

কিন্তু ফলাফল একই। প্রত্যেকবারের মত এবারেও প্রত্যেক পার্টিশনের মাঝে
একটি অতিরিক্ত ১ মে.বা. পার্টিশন তৈরি হয়েছে। স্ক্রিণশট দেখুন:
http://1.bp.blogspot.com/-cVXNGWG8mII/Th8-7swd2hI/AAAAAAAABKk/J6kvvWwotAk/s1600/sda80gp.png

আমি তো হতবাক হয়ে গেলাম। আমি জানি এ ধরণের ঘটনা সচরাচর ঘটে না। কিন্তু কি
কারণে ঘটছে? সমাধান কি? কোন খারাপ প্রভাব আছে কিনা, কিছুই বুঝতে পারছি
না। বন্ধুর কাছেও মাথা ছোট হয়ে যাচ্ছে। কোন পরামর্শ কি কেউ দিতে পারেন?

On 14/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
> এবার পার্টিশন দেখুন
> http://3.bp.blogspot.com/-T0sGzJVErIE/Th3Yz9BEVbI/AAAAAAAABKE/BF0JFKqPPM8/s1600/80gbhdinfo.png
>
> এবারও একই অবস্থা। প্রত্যেকটা পার্টিশনের পর একটি ‌১ মে.বা. এর
> unallocated  জায়গা দেখাচ্ছে
> http://1.bp.blogspot.com/-9m7LufwWorU/Th3cl8e6IgI/AAAAAAAABKU/s4YRlZr1oo4/s1600/unallocatedpartitions.png
> আবারও কোন ভুল করলাম কি?
>
> On 13/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
>> হুমমমমমম, চিন্তার বিষয়। আমি তাহলে একটু বেশি বেশি গিকি কাজ করে ফেলেছি।
>> রঙ্গসহকারে আমার ভুলগুলো দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ। কালকেই কাজটা সেরে
>> ফেলবো।
>>
>> On 13/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
>>> প্রিয় মায়া'দা
>>>
>>> আপনি ভ্যাজালটা লাগিয়েছেন প্রাইমারী আর সেকেন্ডারী পার্টিশন টেবিল সুত্র না
>>> মেনে। আমি এই লিস্টেই আজম মাহমুদ ভাইয়ের করা মেইলের জবাবে লিখেছিলাম যে কোন
>>> হার্ডডিস্কে পার্টিশন তৈরীর সময় কি ধরনের পার্টিশন করা উচিত বা নিয়ম মানা
>>> উচিত।
>>> আপনার ইনবক্সে একটু খুঁজে দেখুন আর মনযোগ সহকারে বারদুয়েক পড়ে নিন।
>>>
>>> ১২ জুলাই, ২০১১ ১১:৪৬ pm এ তে, maya2k10 at gmail.com
>>> <maya2k10 at gmail.com>লিখেছে:
>>>
>>>> বন্ধুর মেশিনে আজ উবুন্টু ১০.০৪ ইনস্টল করে দিলাম। ৮০ জিবি হার্ডডিস্ক নতুন
>>>> করে পার্টিশন করে শুধু উবুন্টু দিয়ে দিয়েছি।
>>>
>>>
>>> এ পর্যন্ত বেবাক ঘটনা সবঠিক আছে।
>>>
>>>
>>>> পার্টিশনগুলো এরকম
>>>> boot= 500 MB
>>>>
>>>
>>> ভ্যাজালের শুরু হয়েছে। এটা আলাদা করে করবার দরকার নাই। একটা 15 GB রুট
>>> পার্টিশন
>>> দিলেই হবে। অবশ্যই এটাকে প্রাইমারী পার্টিশন করবেন।
>>>
>>>
>>>> swap= 1GB
>>>>
>>>
>>> এটা 2 GB করে দিন। এটাও প্রাইমারী পার্টিশনই থাকুক।
>>>
>>> home= 18 GB
>>>>
>>>
>>> আকারে যথেষ্ট হয়েছে। এটাই হবে আপনার হার্ডডিস্কে আপনা কর্তৃক নির্দেশিত
>>> প্রথম
>>> সেকেন্ডারী/লজিক্যাল পার্টিশন
>>>
>>> আলাদা দুটো পার্টিশন (ফাইল রাখার জন্য) ২৫ GB করে।
>>>>
>>>
>>> চলুক। কোন সমস্যা করবে না। তবে খেয়াল রাখুন এ দুটোও যেনো লজিক্যাল পার্টিশন
>>> হয়।
>>>
>>>
>>>> এখন প্রত্যেকটা পার্টিশনের পর 1MB করে unallocated পার্টিশন তৈরি হয়ে গেছে
>>>> (স্ক্রিনশট দেখুন
>>>>
>>>> http://1.bp.blogspot.com/-iWX-t2ezxIQ/ThyHMO5isnI/AAAAAAAABJ0/ik4XyxGKHZE/s1600/80gbpartition.png
>>>> )
>>>> আমার প্রশ্ন হল এটা কিভাবে হল? এটার সমাধান কি?
>>>>
>>>
>>> খিচুড়ী রান্না করার সাধ থাকলে সেটা বাড়ীতে যে কোন রাইসকুকার কিংবা হাঁড়িতে
>>> বন্দোবস্ত করুন। একান্তই না পারলে শামীম ভাইয়ের ব্লগে যেতে পারেন।
>>>
>>> বলি কি! আপনার হার্ডডিস্কটা দেখতে হার্ড হলেও ওর জানটা তো নাজুক নাকি? অবলা
>>> পেয়েছেন বলে সবরকম টেস্ট কেস (ext বাদে বাদবাকী সবগুলো ফাইল সিস্টেম
>>> ফরম্যাট)
>>> কি ওটার ওপর দিয়েই ঝেড়ে দেবেন?
>>>
>>> শুনুন মশাই এই হাড্ডি ব্যাটারও একটা মিনিমাম মান-ইজ্জত আছে। এ বিষয়টার দিকে
>>> খেয়াল রাখুন। একটু দয়াপরঃবশত হয়ে আচার ব্যবহার করুন।
>>>
>>> কাজের কথা হচ্ছে, বিদ্যুৎসরবরাহের ঘাটতি জনিত (ঘন ঘন লোডশেডিং) কোন সমস্যা
>>> না
>>> থাকলে (ইউপিএস এর বন্দোবস্ত আর কি! :D ) নিশ্চিত মনে সবগুলো পার্টিশন ext4
>>> ফাইলসিস্টেম ফরম্যাটেই তৈরী করুন। আর যদি থাকে তো ext3 ফাইল সিস্টেম
>>> ফরম্যাটই
>>> যথার্থ হবে।
>>>
>>> আশা করি বিপদমুক্তি ঘটেছে। না ঘটিলে 'বাবা তারকেশ্বর' আপনার অপেক্ষায় এইখানে
>>> (এই মেইলিং লিস্টে) আসন গেড়ে রয়েছি। রেগে মেগে এসে নাহয় দু'ঘড়া জল বাবার
>>> মাথায়
>>> ঢেলে যাবেন।
>>>
>>> ধন্যবাদ সবাইকে।
>>> --
>>> রিং
>>> +8801671411437
>>>
>>> মহাসচিব
>>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>>
>>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১
>>> <http://fossbd.org/index.php/event>"
>>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>>> সদস্য, উবুন্টু
>>> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>>> --
>>> Ubuntu Bangladesh
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>


More information about the ubuntu-bd mailing list