[Ubuntu-BD] নতুন ইনস্টল করা উবুন্টুতে কোন ফোল্ডার/ ফাইল তৈরি হয়না

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Wed Jul 13 18:02:18 UTC 2011


হুম, সমস্যা হল পার্মিশন দিতে হবে।

আপনি টার্মিনালে যেয়ে লিখুন sudo nautilus পাসওয়ার্ড চাইলে দিন, তারপর ড্রাইভ
মাউন্ট করে দেখুন কাজ করে কিনা। করলে জানান।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




2011/7/13 maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>

> প্রিয় রিংদা,
> কেমন আছেন? ভালতো? আপনার পরামর্শমতো নতুন করে পার্টিশন করলাম। স্ক্রিণশট
> দেখুন
> http://3.bp.blogspot.com/-T0sGzJVErIE/Th3Yz9BEVbI/AAAAAAAABKE/BF0JFKqPPM8/s1600/80gbhdinfo.png
> দেখুনতো এবার ঠিক আছে তো? সবকটি পার্টিশন ext3 করেছি। Extended Partition
> এর প্রথম ২০ গিগাবাইট Home ফোল্ডার।
>
> এবারও কিন্তু অতিরিক্ত পার্টিশনে create folder/ create documents এবং
> paste disable থেকে গেছে। স্ক্রিণশট লিংক
>
> http://4.bp.blogspot.com/-h47uN9XNpT0/Th3Y0JvkK8I/AAAAAAAABKM/l21zbD7p6ug/s1600/disabled-rightmenu.png
>
> On 13/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> > প্রিয় মায়া'দা
> >
> > আপনার আগের করা ফাইলসিস্টেমের খিচুড়ীর কারনে পার্টিশন টেবিলে গন্ডগোল লেগে
> > গিয়েছে। ফলে ফাইলসিস্টেমের পারমিশনেও সমস্যা হচ্ছে। আপনাকে নতুন কোন সমস্যার
> > সমাধান দেবার আগে পার্টিশন টেবিলটা ঠিক করে নিন।
> >
> > আশা করছি সবগুলো সমস্যা এমনিতেই দূরীভুত হয়ে যাবে। আর না হলে "নিজের মাথায়
> সব
> > জল" নিতে আছি তো। :D
> >
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> http://fossbd.org/index.php/event>"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list