[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Mon Jul 11 09:09:46 UTC 2011


কথা হচ্ছে আমাদের একত্রে কাজ করতে হবে। সবাই মিলে একটা workflow তৈরী করে
সবাইকেই অবদান রাখতে হবে। এই ধরেন, তারেক, শাবাব কিংবা শামীম ভাই লিখল, এখন
বানান চেক করার জন্য একজনকে থাকতে হবে না? আবার সার্ভার ম্যানেজ করার জন্যও তো
মানুষ লাগবে। কমেন্ট মডারেশনের জন্য মডারেটরেরও দরকার। কারও একার পক্ষে এত কাজ
করা সম্ভব নয়। আমাদের উচিৎ, সবাই হাতে হাত মিলিয়ে কাজ করা। "দশের লাঠি, একের
বোঝা"।


More information about the ubuntu-bd mailing list