[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই
sagir khan
sagir42 at gmail.com
Mon Jul 11 04:53:29 UTC 2011
আদনান ভাইয়ের লিংকে দেখা যাচ্ছে সব আছে।
তবে আমি Aniruddha Adhikary ভাইকে না থামার জন্য অনুরোধ করবো। আপনি যদি মনে
করেন এর চাইতে ভাল এবং বিস্তারিত কিছু তৈরী করা উচিত বিশেষ করে ভিডিও
টিউটোরিয়াল সহ তালে এগিয়ে যান। জ্ঞান কখনোই স্থবির হওয়া উচিত নয়।
১১ জুলাই, ২০১১ ১০:৪৬ am এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:
> এই রকম জিনিস তো ইতিমধ্যেই আছে! নিচের লিংক দেখুনঃ
> http://adnan.quaium.com/ubuntu
> আমি সবাইকে এই লিংকটাই রেফার করি, এবং সবাই খুব সহজেই সবকিছু বুঝতে পারে বলেই
> আমাকে জানিয়েছে। আমি নিজেই এই লিংক থেকে হাতেখড়ি নিয়েছি!
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list