[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই

Sazzad Hossain sazzadais at gmail.com
Mon Jul 11 04:39:22 UTC 2011


I am with your effort

2011/7/11 sagir khan <sagir42 at gmail.com>

> ঠিক এরকম কিছু একটার জন্য আমি অপেক্ষা করছিলাম। শুরু করেন। সহযোগীতা করার
> সুযোগ
> থাকলে অবশ্যই করবো।
>
> ১১ জুলাই, ২০১১ ১০:২৬ am এ তে, Aniruddha Adhikary <aniruddha at adhikary.net
> >লিখেছে:
>
> > লিনাক্সের জগতে প্রবেশের পর থেকে আমি বদলে গিয়েছি। পাইরেসী প্রায় ছেড়েই
> > দিয়েছি।
> > এর পাশাপাশি লিনাক্স এবং ওপেনসোর্স আমাকে শিখিয়েছে অন্যকে সহযোগীতা করতে,
> > অন্যের বিপদে পাশে দাড়াঁতে। আমি শুধু যে নতুন লিনাক্স ইউজাররা সমস্যায় পড়লে
> > সাহায্য করি তা নয়, বাস্তব জীবনেও তার প্রতিফলন ঘটেছে। এই মানসিকতা থেকে
> দেশের
> > লিনাক্স ব্যবহারকারীদের যোগাযোগ করার জন্য একটি প্লাটফরম গড়ে তোলার জন্য আমি
> > উঠেপড়ে লাগি। কারণ, কম্পিউটার বন্ধুমহলের অনেকেরই আছে, কিন্তু লিনাক্স
> > ব্যবহারকারী কতজন? আদৌ আছে কি? থাকলেও সব সমস্যার সমাধান দিতে পারবেন, এমন
> তো
> > নয়! এজন্য আমি একটি ফোরাম চালু করেছিলাম কয়েকমাস আগে (এবং এখনো চালুই আছে,
> > বন্ধ
> > হয় নি)। অনেক লিনাক্স ব্যবহারকারীই সাহায্য পেয়েছেন।
> >
> > তবে, আমি ফোরাম এবং উবুন্টু-বিডি মেইলিং লিস্টের সঙ্গে যুক্ত থেকে যা
> বুঝলাম,
> > নতুন ব্যবহারকারীরা প্রায়ই একই প্রশ্ন করেন, প্রায় সকলেই Microsoft Windows
> > থেকে মাইগ্রেট করে উবুন্টু জাতীয় অপারেটিং সিস্টেমের ডেস্কটপ ইন্টারফেস দেখে
> > Microsoft Windows এর সঙ্গে সাদৃশ্য খুঁজে পান না এবং My Documents, My
> > Computer এসকল ফোল্ডার খুঁজে অস্থির হয়ে যান, Start মেনু না দেখে ভড়কে যান,
> > অনেক লিনাক্সের প্রতি আগ্রহী ব্যক্তিই উবুন্টু বুট করেই ডেস্কটপ দেখে বলেন,
> > "ব্যাক টু দ্য প্যাভিলিয়ন"। কিন্তু, তাদের জন্য যদি ধারাবাহিকভাবে উবুন্টুতে
> > মাইগ্রেট করার গাইড তৈরী করা হয়, তবে কেমন হবে? এই ধরুন, প্রথমে Wine এর
> > মাধ্যমে ইন্সটল পদ্ধতি, এরপর ডেস্কটপ পরিচিতি ও অন্যান্য বেসিক জিনিস দেখানো
> > হবে। উইন্ডোজের ক্লোজড সোর্স সফটওয়্যারের বিকল্প লিনাক্স-বেজড ওপেনসোর্স
> > সফটওয়্যার দেখানো হবে এবং ক্রমান্বয়ে ব্যবহারকারীকে লিনাক্সের প্রতি আকৃষ্ট
> > করতে হবে কন্টেন্ট দ্বারা।
> >
> > এজন্য যদি একটি টিউটোরিয়াল ও FAQ এর সমন্বয় ঘটিয়ে একটি FAQটোরিয়াল বানানো
> হয়,
> > তবে কেমন হয় ধারণাটি? নতুন ব্যবহারকারীরা লিনাক্সের বেসিকগুলি শিখে
> পরবর্তীতে
> > যদি কোন কিছুর ওপর এক্সটেনসিভ জ্ঞান অর্জন করতে চায়, তার জন্যও টিউটো থাকবে
> > (যেমনঃ গ্রাফিক্স এডিটিং, ওয়ার্ড প্রসেসিং)। এরকম একটি কনসেপ্ট নিয়ে আমি
> > আপনাদের সহযোগীতায় একটি ওয়েবপোর্টাল তৈরী করতে চাচ্ছি।
> >
> > আপনাদের মন্তব্যের অপেক্ষায়।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list