[Ubuntu-BD] ক্রমিয়ামে পিডিএফ সাইটগুলো ব্রাউজারে না খুলে ডাউনলোড হয়ে যাচ্ছে।
sagir khan
sagir42 at gmail.com
Sat Jul 9 18:34:14 UTC 2011
এক আজিব সমস্যা। ক্রমিয়ামে পিডিএফ ফাইলগুলো ব্রাউজারে না খুলে সরাসরি ডাউনলোড
হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূণ্য।
এর সমাধানের জন্য নেটে বলা আছে ইন্টারনাল পিডিএফ ভিউআর প্লাগইন এনাবল করতে হবে।
কিন্তু ক্রমিয়ামে কনফিগে ঢুকলে এই ধরনের কোন প্লাগইন পাচ্ছি না।
এখন উপায় কি?
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list