[Ubuntu-BD] ভাল মানের একটা ইংরেজী OCR এর র্সোস দিন।
ZM.Mehdi Hassan
mehdi680 at gmail.com
Sat Jul 9 04:04:26 UTC 2011
গত সপ্তাহ অনেকগুলো OCR ট্রাই করলাম। কিন্তু ফলাফল সন্তোষজনক ছিলনা। বাব বার
চেস্টা করতে করত একটা পেলাম। gimageReader নামের এই OCR টি বেশ ভাল মানের মনে
হলো। ১০০% নাহলেও ৯৫% Accuracy পাওয়া যায়। এখানে
লিংন্ক<http://sourceforge.net/projects/gimagereader/files/0.9/gimagereader_0.9-1_all.deb/download?use_mirror=sunet>আছে।
কেউ ইচ্ছা করলে চেখে দেখতে পারেন। ধন্যবাদ।
--
শ্যামলিমা
+8801678702533
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list