[Ubuntu-BD] ইন্টারনেটে কতটুকু খরচ করলাম তা দেখার জন্য কোন সফটওয়্যার আছে?

sagir khan sagir42 at gmail.com
Fri Jul 8 20:32:14 UTC 2011


ভাই ইনস্টল করতে পারলাম না। ইনস্টল কমান্ড দিলে নিচের ইরর আসে।

can't open file 'install_ubuntu.py': [Errno 2] No such file or directory

৯ জুলাই, ২০১১ ১২:৫৬ am এ তে, Nasimul Haque <nasim.haque at gmail.com> লিখেছে:

> 2011/7/9 sagir khan <sagir42 at gmail.com>:
> > ভাই এটার .deb ফাইল নেই?
>
> না, ডেব ফাইল বানানোর পদ্ধতি আমার জানা নাই। তবে এই লিস্টের অনেকেই জানে।
> তাদের কেউ ইচ্ছে করলে এটার একটা পিপিএ তৈরি করতে পারেন।
>
> তবে এটার ইনস্টল পদ্ধতি খুবই সহজ। একটা টার্মিনাল খুলে, ডাউনলোড করা
> ফোল্ডারে গিয়ে শুধু লিখুন
>
> sudo python install_ubuntu.py
>
> ইনস্টল হয়ে যাবে।
>
> @শিপলু,
>
> হ্যাঁ, ভাবছিলাম-ভাবছিলাম করতে থাকলে আর লেখা হয় না। এভাবে অনেক কিছুই
> করা হয়নি আমার!
>
> --
> M. Nasimul Haque
> Senior Developer
> Appliansys, Coventry, UK
> http://www.nasim.me.uk
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list