[Ubuntu-BD] Fwd: কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।
ZM.Mehdi Hassan
mehdi680 at gmail.com
Fri Jul 8 07:07:43 UTC 2011
অনেক নন্দিত নিন্দিতও বটে এক ব্যক্তি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তার একটা
স্বরনীয বানী হলো- " কুত্তে ভুগ ভুগ কারতে রাহেগা, হামারা কাফেলা চালতে
রাহেগা।" অর্থাৎ কুকুর ভুগ ভুগ (ঘেউ ঘেউ) করবেই। আমাদের পথে আমরা চলবই।"
মানি এখন ও লিনাক্সে কিছু সমস্যা আছে। অতিতে আর সমস্যা ছিল। সমস্যা গুলোর আস্তে
আস্তে সমাধান হচ্ছে। আর যেহেতু সমস্যা হলে সমাধান পাওয়ার জন্য লোক রেডি আছে।
কাজেই ভয় কি? পল্টন, এনজিও, ২/১ টা গ্রুপ, ২/১ টা ইউনির্ভাসিটি লিনাক্সে
কনর্ভাট হয়েছে। অথাৎ কাজ শুরু হয়েছে। কার কতটুকু অবদান সেটা এখন বড় কথা নয়।
এটাকে ধরে রাখতে হবে, এগিয়ে নিতে হবে এই প্রত্যাশা। সামনে আলো দেখতে পাচ্ছি।
ধন্যবাদ।
--
শ্যামলিমা
+8801678702533
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list