[Ubuntu-BD] বাংলা ফন্ট ব্রাউজারে ঠিকমতো দেখতে না পাওয়া জনিত সমস্যা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Thu Jul 7 12:44:50 UTC 2011
প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই
৭ জুলাই, ২০১১ ৪:৪১ pm এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com> লিখেছে:
> bro i have resent that thread
> that contains screenshot
> name of that : *Bangla writing not showing properly- this is query*
>
কোন আলাদা থ্রেডে কি? পেলাম না কেনো? আর মেইলিং লিস্টে সরাসরি ছবি যুক্ত করা
যায় না। ছবির লিংক শেয়ার করতে হয়। আপনি বিষয়টা একটু পরিষ্কার করুন।
> It happens in both Ubuntu & Win 7..worried
>
উবুন্টুর কোন সংস্করন? যে সংস্করনেই হোক বাংলা ল্যাংগুয়েজ সাপোর্ট ইনস্টল করে
নিন। তাহলে আশা করা যায় সমস্যাটা যাবে।
আর 'সপ্তম জানালা'র ক্ষেত্রে ফন্ট ফিক্সার দিয়ে সিয়াম রুপালি ফন্টটাকে সিস্টেম
ফন্ট হিসেবে সেট করে নিন এবং রিবুট করে আসুন। আশা করা যায় সমস্যার সমাধান হয়ে
যাবে।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list