[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

Nirjhor zombiegenerator at aol.com
Thu Jul 7 08:22:30 UTC 2011


On Thu, 07 Jul 2011 14:18:57 +0600, Md Ashickur Rahman Noor  
<ashickur.noor at gmail.com> wrote:

> কি আর বলব? আমার পিসি কেনার বাজেট ২৫K, তাইলে আমি কি খালি ৫k দিয়ে ওএস কিনব?
> তাইলে থাকল ২০K, এটা দিয়ে কি ডুয়েলকোর মানের পিসি পাওয়া যাবে বলে আপনি মনে
> করেন।

তাহলে আরেকটা মাস অপেক্ষা করবেন। করে পিসি কিনবেন। নাহলে ই বে তে ধার পাওয়া  
যায় ৭০০ টাকা দিয়ে ১ মাসের জন্য সেই ধার নিবেন। পরে টাকা হলে কিনবেন।

হোম এর দাম ৫২৫০ টাকা। আমাকে ৫২৫০ টাকা দিলে আমি আপনাকে কিনে দিতে পারব।  
ঐটাতে লাইফটাইম আপডেট পাবেন।


-- 
Using Opera's revolutionary email client: http://www.opera.com/mail/

Yours-
Nirjhor
Twitter - @Nirjhor


More information about the ubuntu-bd mailing list