[Ubuntu-BD] ইন্টারনেটে কতটুকু খরচ করলাম তা দেখার জন্য কোন সফটওয়্যার আছে?

Sazzad Hossain sazzadais at gmail.com
Thu Jul 7 08:14:47 UTC 2011


CrossOver Pro use করে windows er software use kora jay
so can try that

2011/7/7 sagir khan <sagir42 at gmail.com>

> আমি বিটিসিএল এর ব্রডব্যন্ড কানেকশন চালাই ৫ গিগা লিমিট নিয়ে। এদের একটি
> সমস্যা
> হল আমি কতটুকু ব্যবহার করলাম তা বোঝা যায় না। ফলে সমস্যা দেখা দেয়। যেমন এই
> মাসে আমার বিল ৫৭৫ এর স্থলে ১৪০০ চলে আসছে আমার লিমিট শেষ হয়ে গিয়েছিল বলে।
> তাদের কাছে ফোন করলে তারা বললো netstate live সফটওয়্যারটা চালাতে। এই
> সফটওয়্যারটা যখন থেকে চালানো শুরু করবো তখন থেকেই দেখাবে আমার কথ খরচ হচ্ছে।
>
> এরকম একটি সফটওয়্যার উবুন্টুর জন্য খোজ করলাম কিন্তু ভাল কোন সমাধান পেলাম না।
>
> উবুন্টুর জন্য এমন কোন সফটওয়্যার আছে?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list