[Ubuntu-BD] কম্পিউটারটির সি এবং ডি ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।

Abhi arup281 at gmail.com
Tue Jul 5 15:15:03 UTC 2011


ইন্টারনেটে বেশ কিছু ভালো পার্টিশন রিকভারি টুলস পাওয়া যায় যেগুলো দিয়ে এভাবে
দূর্ঘটনাবশত ডিলিট করে দেওয়া পার্টিশান রিকভার করা যায়, সেগুলো দিয়ে পার্টিশান
রিকভারি করা যায় কি না ট্রাই করে দেখতে পারেন। এধরনের কিছু টুলস হলো-
testdisk, active partition recovery, acronis, partition table doctor
ইত্যাদি।

-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.blogspot.com>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>












2011/7/5 Sazzad Hossain <sazzadais at gmail.com>

> ভাইয়েরা ওনার সমস্যার কি কোন সমাধান নাইকি ?
>
>
> 2011/7/5 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় আজম মাহমুদ ভাই
> >
> > এ ধরনের কাজ করার আগে মন বিক্ষিপ্ত রাখবেন না। সমস্ত মনোযোগ একীভূত করুন আর
> > বেখেয়ালি না হয়ে সর্তকতা অবলম্বন করুন। হুটহাট ইয়েস নো ভেরিগুড মুডে কাজ এই
> > সিস্টেম লেভেলের ক্ষেত্রে করাটা সবসময়েই বিপদজনক।
> >
> > যাই হোক পার্টিশন টেবিলে কাজ করার সময় খেয়াল করুন যে আপনি প্রাইমারি
> পার্টিশন
> > না সেকেন্ডারী টেবিলে কাজ করছেন। ইহজগৎ এর বর্তমান সব ওএস এর পার্টিশন
> > ম্যানেজার দিয়ে পার্টিশন টেবিল তৈরী হয় নিচের নিয়ম মেনে।
> >
> > হার্ডডিস্ক >> প্রাইমারি পার্টিশন (সর্বোচ্চ চারটি পর্যন্ত হয়) (উইন্ডোজ
> ডিস্ক
> > ম্যানেজারে এটা গাঢ় নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >                এখানেই সিস্টেম সেটাপ হয়। এবং বুটেবল পার্টিশন বলতে এগুলোকেই
> > বোঝায়।
> >           >> সেকেন্ডারি পার্টিশন (উইন্ডোজ ডিস্ক ম্যানেজারে এটা সবুজ রং
> দিয়ে
> > ব্লক আকারে চিহ্নিত)
> >                                      >> ড্রাইভ ১ (উইন্ডোজ ডিস্ক
> ম্যানেজারে
> > এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >                                      >> ড্রাইভ ২ (উইন্ডোজ ডিস্ক
> ম্যানেজারে
> > এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >                                      >> ড্রাইভ ৩ (উইন্ডোজ ডিস্ক
> ম্যানেজারে
> > এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >                                     .................
> >                                     (ড্রাইভ প্রয়োজন মতো যে কোন সংখ্যায় ও
> > আকারে হতে পারে)
> >
> > আপনার কথা মতো আপনি আপনার বন্ধুর পিসিতে এই ৩ নম্বর বা তারো বেশী কোন
> নম্বরের
> > ড্রাইভ দুটোয় উবুন্টু ইনস্টল করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে আপনি পার্টিশন
> FAT
> > বা NTFS ফাইল সিস্টেমে নেবার সময় এই দুটোকে ডিলিট করার সময় বেখেয়ালে পুরো
> > সেকেন্ডারি টেবিলটাই মুছেছেন।
> >
> > আজম ভাই আপনাকে অনুরোধ করবো আপনি যে কোন সিস্টেমে পার্টিশন ভাঙ্গার সময়
> খেয়াল
> > করুন আপনি পার্টিশন ভাংগছেন (নীল রং) না পুরো সেকেন্ডারি টেবিলটাই (সবুজ রং)
> > গায়েব করে দিচ্ছেন সেটুকু খেয়াল করতে তাহলেই হবে।
> >
> > আশা করি আপনার কাজে আসবে লেখাটা।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> http://fossbd.org/index.php/event
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list