[Ubuntu-BD] কম্পিউটারটির সি এবং ডি ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।

maSnun mailbox at masnun.me
Tue Jul 5 14:32:44 UTC 2011


আপনার এই সমস্যার সমাধান দিতে পারবেন উইন্ডোজ এ এক্সপার্ট এমন কেউ ।

আমি আপনাকে সাজেস্ট করতে পারি যদি কেউ টেস্ট করার জন্য উবুন্টু চায় তাহলে উবি
দিয়ে ইন্সটল করে দিন ।

2011/7/5 ajom mahmud <ajomraj at gmail.com>

> প্রিয় সবাই,
> সমস্যাটি আমি আমার এক বন্ধুর কম্পিউটারে উবুন্টু নিয়ে কম জানার ফলেই ঘটিয়ে
> ফেলেছি।
> ব্যাপারটি এই রকম-
> প্রথম আমি উবুন্টু ১০.০৪ ইন্সটল করি। প্রায় ১০দিন চালানোর পর বন্ধুটির কেন যেন
> মনে হয় আর উবুন্টু চালাবো না। সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে। আর শেষের একটি
> ড্রাইভে আছে উবুন্টু (সেই সাথে আরো একটি ছোট্ট ২জিবির উবুন্টু সিষ্টেম ড্রাইভও
> আছে)। এরপর যা হয়েছে জানালা থেকে মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে ম্যানেজ
> এরপর ডিক্স ম্যানেজমেন্ট এরপর শেষের দুইটা আননোন ড্রাইভ ফরমেট করি। এটা করতে
> গিয়ে মেসেজ আসে পার্টিশন ডিলিট করতে হবে, ওমনি ইয়েস করি কারণ আমি তো শেষের
> দুইটি (যে দুইটি শুধুমাত্র উবুন্টুর জন্যই তৈরী করেছিলাম) ভাংতেই চাই। পরে এটা
> এনটিএফএস করে নিবো এই আশায়। কিন্তু মুহুর্ত্বেই সব শেষ। কম্পিউটারটির সি এবং
> ডি
> ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম
> গায়েব।
> আর কে ধরে। বন্ধুর তো হাউ মাউ কান্না। হবারই কথা, কতো কতো কালেকশন ছিলো, কতো
> গুরুত্বপূর্ণ ফাইল! কিন্তু না কিছুই করার থাকলো না।
>
> প্রথমবার আমি ভেবেছিলাম, এটা হয়তো কোথাও ছোট্ট একটি ভুলের জন্য হয়েছিল। কিন্তু
> না এরপরও আর একটি কম্পিউটারের ড্রাইভ একই ভাবে খেয়ে ফেললাম। খুবই বিব্রতকর
> অবস্থা।
>
> এর কোন সমাধান দিয়ে হেল্প করুন প্লিজ। মনে করুন সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে
> এরপর উবুন্টু দিলাম শেষের ড্রাইভে এরপর যদি মনে হয় উবুন্টু বাদ দিয়ে উইন্ডোজ
> সেভেন চালাবো এবং উবুন্টুর ড্রাইভ দুইটি ফরমেট করবো এনটিএফএস/ফ্যাট৩২ তে
> কিন্তু
> কোন ডাটা হারাবে না। এটা করার উপায় কি, প্রসেসিংটা জানতে চাইছি। আসলেই এই
> দুইটি
> অপকর্ম ঘটে যাওয়ার পর খুব ভয়ে আছি। আবার যদি...
>
>
> সবাই ভালো থাকবেন।
>
>
> বিণত
> আজম মাহমুদ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list