[Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

Md. Enzam Hossain meenzam at gmail.com
Mon Jul 4 17:11:16 UTC 2011


এই লিঙ্ক (http://ubuntuforums.org/showthread.php?t=1320295) থেকে পড়ে যা
বুঝলাম Auto Hide থাকলে এই সমস্যাটা হচ্ছে। যদি আপনার Auto Hide দরকার না হয়
তাহলে Auto Hide বন্ধ করে দেখুন সমস্যার সমাধান হয় কি না।

যদি Auto Hide লাগেই, তাহলে আপাতত একটা সমাধান হতে পারে প্রতিবার কম্পিউটার
চালু হওয়ার সাথে একটা script চালানো। যদি এটা করতে চান তাহলে terminal-এ নিচের
script টি চালিয়ে এর আউটপুটটা পাঠান।

> gconftool-2 --all-dirs /apps/panel/toplevels
>

--Enzam


2011/7/4 maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>

> ভাই গৌতম এবং মাসনুন আপনাদের দুজনকেই ধন্যবাদ। মাসনুন ভাইয়ের হাতুড়ে
> পদ্ধতি প্রয়োগ করলাম। কিন্তু সমাধান পেলাম না। উবুন্টু ফোরামে লেখার মত
> ইংরেজি জ্ঞান নেইরে ভাই। কি লিখতে কি লিখে ফেলি যে, সেই ভয়ে আর সেপথ
> মাড়াচ্ছি না। বাঙালি মেধাবীদের সুদৃষ্টির প্রত্যাশায় থাকছি।
>
> On 04/07/2011, maSnun <mailbox at masnun.me> wrote:
> > আপনি বাম পাশে একটা এড করে দেখুন না কি হয় । আমার যতদূর মনে পড়ে আমারো এরকম
> হত
> > । আগে বাম পাশে এড করে নিলে হয়ত ওটা ডান পাশে থাকতে পারে ।
> >
> > এর সঠিক কারণ বা সমাধান জানা নেই তাই হাতুড়ে সলিউশন দিলাম । আপনি উবুন্টু
> > ফোরামে (ubuntuforums.org) এ পোস্ট করে দেখতে পারেন ।
> >
> > 2011/7/4 Goutam Roy <gtmroy at gmail.com>
> >
> >> আপনার মতো আমারও একসময় এই সমস্যাটা হয়েছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু প্যানেল
> >> অটোহাইড করে এক্সপান্ড তুলে দিলে পরে রিস্টার্ট হওয়ার পর সাইজ আবার
> পুরোপুরি
> >> চলে আসতো। একসময় বিরক্ত হয়ে এটা নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন
> >> আগে
> >> দেখি এটা ঠিক হয়ে গেছে।
> >> আমি অ্যাডভান্স ইউজার না। ফলে কোত্থেকে কী হয়েছে তাও জানি না। আমি লিনাক্স
> >> মিন্ট ব্যবহার করছি। ধন্যবাদ।
> >> গৌতম
> >>
> >> 2011/7/3 maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>
> >>
> >> > আমি কি এতই অপ্রয়োজনীয় একটা টপিকের প্রসঙ্গ তুলেছি, যে কেউ গা করছে না,
> >> > ঠিক বুঝলাম না। আমি উবুন্টুতে তৃতীয় একটা প্যানেল তৈরি করে তাতে
> >> > প্রয়োজনীয় টেক্সটকাজের এপ্লিকেশনগুলোর লিংক রেখেছি। এটা তো উইন্ডোজে
> >> > কোনক্রমেই সম্ভব না (থার্ডপার্টি ছাড়া)। সেই প্যনেলটিকে অটোহাইড করে-
> >> > expand তুলে দিয়েছি (অর্থাৎ আকারে ছোট) এবং তাকে ডানপাশে রেখেছি। কিন্তু
> >> > রিস্টার্টের পর তা থাকছে না। স্বয়ংক্রিয়ভাবে বামপাশে চলে আসছে। আমি তো আর
> >> > একটা অনলাইনের জন্য প্রয়োজনীয় এপ্লিকেশনের শর্টকাটযুক্ত ছোটআকারের
> >> > প্যানেল বামপাশে রাখতে চাই। এখন অন্তত: একটি প্যানেল যদি ডানপাশে না
> >> > থাকে, যদি বামপাশেই থাকে, তাহলে চতুর্থ প্যানেলটি রাখবো কোথায়? এটা তো
> >> > আমার কাছে একটি দারুণ সমস্যা বলেই মনে হচ্ছে। এডভান্স ইউজাররা এই
> >> > সমস্যাটিকে ভাববেন না কেন? রিং ছাড়া আর কারও কি এই বিষয়ে আগ্রহ নেই?
> >> >
> >> > On 02/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
> >> > > ভাই রিং,
> >> > > শুভ সকাল। পরীক্ষা করে দেখে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আমি উল্লেখ করতে
> >> > > ভুলে গিয়েছিলাম যে প্যানেল Expand করা থাকলে ঠিকমতোই ডানপাশে থাকে
> কিন্তু
> >> > > Expand এর টিক চিহ্ন উঠিয়ে দিলে আর থাকে না (প্যানেলকে ছোট আকারে
> রাখলে)।
> >> > > ড্রপডাউন মেনুতে Right সিলেক্ট করলেও তাৎক্ষণিকভাবে Left লেখা হয়ে যায়।
> >> > > এটার ভিডিও দিতে পারলে ভাল হত, শুধু স্ক্রিনশট দিয়ে কি বোঝা যাবে? তবুও
> >> > > দিলাম।
> >> > >
> >> >
> >>
> http://1.bp.blogspot.com/-YmWhASfD4JM/Tg6GovbGK-I/AAAAAAAABJo/GTMk-AeSxbU/s1600/extra-panel.png
> >> > > উবুন্টুর এত কাজের একটি ফিচার আমি ঠিকমত ব্যবহার করতে পারছি না ভাবতেই
> >> খারাপ
> >> > > লাগছে।
> >> > >
> >> > > দিনটি সবার ভাল কাটুক।
> >> > >
> >> > > On 02/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> >> > >> ভাই মায়া
> >> > >>
> >> > >> গতকাল রাত্রে আমি আপনার সমস্যাটা শোনার পর থেকে এটাকে পরীক্ষা করে
> দেখার
> >> > মতো
> >> > >> সুযোগ পাচ্ছিলাম না। আপনার সমস্যার কথা জানবার পরেও উত্তর দিতে দেরী
> >> হওয়ার
> >> > >> জন্যে কিছু মনে করবেন না। যাই হোক একটু আগেই পরীক্ষাটা করে ফেললাম।
> আমার
> >> > >> ক্ষেত্রে এহেন সমস্যা হলো না যে প্যানেল যেখানে রাখছি সেখান থেকে নড়ে
> >> > যাচ্ছে।
> >> > >> এমনকি সিস্টেম রিবুট করার পরেও না। আপনি আপনার ডেক্সটপ স্ক্রীন এর
> কিছু
> >> ছবি
> >> > >> shutter/printscreen ব্যবহার করে তুলে নিন এবং সেগুলোকে কোন ইমেজ
> >> > >> শেয়ারিং
> >> > >> সাইট
> >> > >> বা নিজের পিকাসা অ্যালবামে আপলোড করে নিয়ে এখানে লিংক শেয়ার করুন।
> >> > >>
> >> > >> সমস্যাটার চেহারাটা একটু দেখতে চাইছিলাম আর কি!
> >> > >>
> >> > >> আশা করি আপনার কাছ থেকে দ্রুতই সাড়া পাবো।
> >> > >>
> >> > >> --
> >> > >> রিং
> >> > >> +8801671411437
> >> > >>
> >> > >> মহাসচিব
> >> > >> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >> > >>
> >> > >> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১
> >> > >> <http://fossbd.org/index.php/event>"
> >> > >> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <
> http://toshazed.wordpress.com/
> >> >
> >> > ।।
> >> > >> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>
> ।।
> >> > >> সদস্য, উবুন্টু
> >> > >> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> >> > >> --
> >> > >> Ubuntu Bangladesh
> >> > >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >> > >
> >> > --
> >> > Ubuntu Bangladesh
> >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >> >
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >
> >
> >
> > --
> > ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> > *
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list