[Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04
maya2k10 at gmail.com
maya2k10 at gmail.com
Sat Jul 2 02:52:12 UTC 2011
ভাই রিং,
শুভ সকাল। পরীক্ষা করে দেখে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। আমি উল্লেখ করতে
ভুলে গিয়েছিলাম যে প্যানেল Expand করা থাকলে ঠিকমতোই ডানপাশে থাকে কিন্তু
Expand এর টিক চিহ্ন উঠিয়ে দিলে আর থাকে না (প্যানেলকে ছোট আকারে রাখলে)।
ড্রপডাউন মেনুতে Right সিলেক্ট করলেও তাৎক্ষণিকভাবে Left লেখা হয়ে যায়।
এটার ভিডিও দিতে পারলে ভাল হত, শুধু স্ক্রিনশট দিয়ে কি বোঝা যাবে? তবুও
দিলাম।
http://1.bp.blogspot.com/-YmWhASfD4JM/Tg6GovbGK-I/AAAAAAAABJo/GTMk-AeSxbU/s1600/extra-panel.png
উবুন্টুর এত কাজের একটি ফিচার আমি ঠিকমত ব্যবহার করতে পারছি না ভাবতেই খারাপ লাগছে।
দিনটি সবার ভাল কাটুক।
On 02/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> ভাই মায়া
>
> গতকাল রাত্রে আমি আপনার সমস্যাটা শোনার পর থেকে এটাকে পরীক্ষা করে দেখার মতো
> সুযোগ পাচ্ছিলাম না। আপনার সমস্যার কথা জানবার পরেও উত্তর দিতে দেরী হওয়ার
> জন্যে কিছু মনে করবেন না। যাই হোক একটু আগেই পরীক্ষাটা করে ফেললাম। আমার
> ক্ষেত্রে এহেন সমস্যা হলো না যে প্যানেল যেখানে রাখছি সেখান থেকে নড়ে যাচ্ছে।
> এমনকি সিস্টেম রিবুট করার পরেও না। আপনি আপনার ডেক্সটপ স্ক্রীন এর কিছু ছবি
> shutter/printscreen ব্যবহার করে তুলে নিন এবং সেগুলোকে কোন ইমেজ শেয়ারিং সাইট
> বা নিজের পিকাসা অ্যালবামে আপলোড করে নিয়ে এখানে লিংক শেয়ার করুন।
>
> সমস্যাটার চেহারাটা একটু দেখতে চাইছিলাম আর কি!
>
> আশা করি আপনার কাছ থেকে দ্রুতই সাড়া পাবো।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list