[Ubuntu-BD] ৩য় প্যানেল ডানপাশে থাকে না Ubuntu 10.04

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Fri Jul 1 17:32:35 UTC 2011


ভাইসকলগণ,
আমি আমার সমস্যাটি কি কাউকে বোঝাতে পারছিনা নাকি এই অতিরিক্ত প্যানেল
তৈরি করা ঠিক হয়নি, তা বুঝতে পারছি না। আমি আরও একটা প্যানেল তৈরি করে
বামপাশে রাখতে চাচ্ছি (ওয়েব এপ্লিকেশনের জন্য)। মোট চারটা প্যনেলের মধ্যে
একটাতো আমাকে ডেস্কটপের ডানেই রাখতে হবে। তাই না? কিন্তু তা তো থাকছে না।
কেউ কি একটু পরীক্ষা করেও দেখবেন না?

On 30/06/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
> শুভেচ্ছা নেবেন।
> Ubuntu 10.04 ব্যবহার করছি। নতুন একটি প্যানেল তৈরি করে ডেস্কটপের
> ডানপাশে রেখেছিলাম। Expand তুলে দিয়ে Auto Hide করেছি । এটাতে শুধু
> টেক্সট বিষয়ক এপ্লিকেশনগুলো রেখেছি। রিস্টার্ট করার পর দেখা গেল
> প্যানেলটি আর ডানপাশে নেই। স্বয়ংক্রিয়ভাবে বামপাশে চলে এসেছে। Panel
> Properties> General (tab)> Orientation এর ড্রপডাউন মেনু থেকে Right
> সিলেক্ট করলে নিজে থেকেই Left লেখা হয়ে যায়। Right সিলেক্ট করতে পারছি
> না। গুগল করার চেষ্টা করেছি। হয়তো সঠিক কিওয়ার্ড লিখতে না পারার জন্য কোন
> সমাধান পেলাম না। কেউ কি একটু সাহায্য করবেন?
>
> ধন্যবাদ
>


More information about the ubuntu-bd mailing list