[Ubuntu-BD] Fwd: GP-modems & Philips-PC-DATA edge modem connecting problem in Ubuntu 10.04

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Mon Dec 26 05:01:10 UTC 2011


@পাভেল ভাই আপনার কি GUI নাই? থাকলে এত কষ্ট করতেছেন কেন?

আপনি http://www.mediafire.com/download.php?38xe18ewshs0l52 এখানে দেখেন।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/12/25 Pavel Sayekat <pavelsayekat at gmail.com>

> 2011/12/18 shiplu <shiplu.net at gmail.com>
>
> > 2011/12/18 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:
> > > প্রিয় পাভেল সৈকত
> > >
> > > এখানে রবি সংযোগ ব্যবহার করা হয়েছে।
> > >> [Dialer ph] (রবি)
> > >> Init1 = ATZ
> > >> Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
> > >> Init3 = AT+CGDCONT=1,"IP","internet"
> > >> Stupid Mode = 1
> > >> Modem Type = USB Modem
> > >> ISDN = 0
> > >> New PPPD = yes
> > >> Phone = *99***1#
> > >> Modem = /dev/ttyACM0
> > >> Username = web
> > >> Password = web
> > >> Baud = 460800
> > >>
> > >
> > > এটুকু পড়ে যা বুঝতে পারছি তা হলো আপনার মডেমটাকে নেটে কানেক্ট করার জন্য
> > > ব্যবহারকারীর নাম (ইউজারন নেম) ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয় এবং এটা
> "web"।
> > > আমার জানামতে রবি ইন্টারনেটে এটা করতে হয় না। মানে কোন ব্যবহারকারীর নাম
> বা
> > > পাসওয়ার্ডের প্রয়োজন নেই রবি ইন্টারনেটে যুক্ত হতে। আপনি এ অংশটুকু ফাঁকা
> > > রাখুন।
> > Stupid Mode = 1 রাখলে পাসওয়ার্ড কোন সমস্যা না। আমি Username/Password
> > a/b ইউজ করতাম।
> >
> > > আর আপনার মডেমটা যে নম্বরটায় ডায়াল করছে তা হলো *99***1# । আমার জানামতে
> > আপনি
> > > যদি কোন হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করে থাকেন তো নম্বরটা এরূপ লেখা
> > ঠিক
> > > আছে। কিন্তু যদি এটা শুধুমাত্র মডেম ডিভাইসই হয় তো নম্বরটা হওয়া উচিত
> *99# ।
> > > আপনি এখানে একটু অদল-বদল করে দেখুন।
> > এটা রবি যা ঠিক করে দিয়েছে তা হবে। রবির নাম্বার *99#।
> > গ্রামীন ছাড়া সবার নাম্বার *99#। শুধু মাত্র গ্রামীনের নাম্বারই
> > *99***01# বা *99***1#।
> >
> > > সর্বোপরি আমি আপনাকে আরো একটা সহজ পদ্ধতি বাতলে দিচ্ছি। যদি মনঃপুত হয় তো
> > একটু
> > > চেষ্টা করে দেখতে পারেন। wvdial এর থেকেও সহজতর পদ্ধতি রয়েছে। আর আপনি
> > ব্যবহার
> > > করছেন উবুন্টু ১০.০৪। এক্ষেত্রে আপনি অতি সহজেই রিপো থেকে usb-modswitch
> > নামের
> > > প্যাকেজটা খুঁজে নিয়ে ইন্সটল করতে পারেন। আর তারপর আপনার ব্যবহৃত
> মডেমগুলোকে
> > > খুব সহজেই গ্রাফিক্যালি কনফিগার করে নিতে পারবেন আপনার পছন্দের
> নেটওয়ার্কে।
> > ইউএসবি মডসুইচের কাজ ডিভাইসের মোড পরিবর্তন করা। মোড পরিবর্তন করে এটা
> > ডিভাইসকে
> > মডেম মোডে রাখে। wvdial মডেম না পেলে কাজ করে না। এক্ষেত্রে মডেম আগেই
> > পেয়েছে সম্ভবত নয়ত
> > wvdial পর্যন্ত যাওয়া সম্ভব না। যদি মডেম পায় তাহলে গ্রাফিক্যালিও কাজটা করা
> > যাবে।
> >
> > পাভেল সৈকত,
> > ১। wvidial.conf ফাইল কিভাবে তৈরী করেছেন?  নিজের হাতে লিখেছেন নাকি
> > wvdialconf কমান্ডের মাধ্যমে তৈরী করেছেন?
> > ২। আপনি wvdial দিয়ে কিভাবে বুঝলেন যে এটা কানেক্ট হচ্ছে না?? কোন ইরর
> > মেসেজ বা কোন সমস্যা যা আপনার চোখে পড়েছে। বিস্তারিত লিখুন।
> >
> > --
> > Shiplu.Mokadd.im
> > ImgSign.com | A dynamic signature machine
> > Innovation distinguishes between follower and leader
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> ধন্যবাদ, আপনার "সহজ পদ্ধতি" পরামর্শ কাজে লেগেছে। কিন্তু আমার ব্যর্থ
> configuring command এর .sh file টাও নিচে দিলাম।
> #!/bin/bash
> sudo usb_modeswitch -v 0x0471 -p 0x1237 -V 0x0471 -P 0x1234 -M
> 5553424312345678000000000000061b000000030000000000000000000000
> sudo modprobe usbserial vendor=0x0471 product=0x1234
> sudo wvdialconf
> sudo wvdial
>
> প্রথম দুটো command এর পর NetworkManager কাজ করছে but wvdial কাজ করে না।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list