নির্ঝর উবুন্টু মেইলিং লিস্টে পোস্ট করলে স্বাভাবিকভাবেই সবাই মনে করবে প্রাইমারী ওএস উবুন্টু নিয়ে কথা হচ্ছে, তাই অন্য ডিস্ট্রো ব্যবহার করলে অবশ্যই তা উল্লেখ করবেন। আর আরেকটা কথা হলো ফেডোরা মেইলিং লিস্টে অনেক বিজ্ঞ লোক রয়েছেন পরর্রতীতে তাদেরকেও cc-তে রেখেন ওই লিস্টেও কিছু মেইল আদানপ্রদানর প্রয়োজন আছে - শাহরিয়ার