[Ubuntu-BD] উবুন্টু পার্টিশন সমস্যা

Kabbo Sarker kabyaa1 at gmail.com
Fri Dec 23 20:53:31 UTC 2011


Nice information. Will try to follow :-)

On 12/23/2011 09:56 PM, shiplu wrote:
> 2011/12/23 Arafat Rahman<opurahman at gmail.com>
>
>> - চারটিই প্রাইমারি করতে পরামর্শ দিচ্ছেন ?
>>
> হ্যা। তাতে পরে ডাটা রিকভারিতে বেশ সুবিধা হয়। লজিকাল ভলিউম হলে নানান রকম
> অদ্ভুত সমস্যায় পড়তে হয়।
>
>
>>    - রুটের জন্য আনুমানিক কত গিগা রাখলে ভবিষ্যতে সমস্যা হবার সম্ভাবনা নেই?
>>
> উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজের ড্রাইভে ৫০ গিগা দিতে পারেন। তাতে Visusal studio,
> MSDN বা আরও ভারি কিছু থাকলে ইন্সটল করতে পারবেন।
> লিনাক্সের রুটের জন্য ৩০-৪০ গিগা। যথেষ্ঠ যায়গা থাকায় ইচ্ছামত এপ্লিকেশন
> ইন্সটল করতে পারবেন।
> একটু বেশি স্পেস দিলে আপনারাই লাভ। পরে স্পেসের টানাটানিতে পড়তে হবে না।
> গুরুত্বপুর্ণ কাজের আগে যদি বার বার স্পেস নিয়ে চিন্তা করতে হব তাহলে কাজ করব
> কখন?
>
> আমার ইউন্ডোজে ৪৪ গিগা। লিনাক্সে ৩০।
>
>
>



More information about the ubuntu-bd mailing list