[Ubuntu-BD] উবুন্টু পার্টিশন সমস্যা
Arafat Rahman
opurahman at gmail.com
Thu Dec 22 15:51:12 UTC 2011
দু:খিত স্লিপ অব কীবোর্ড। @সগীর খান
উইনডোজের মত করে ভাবলে হবে না।
লিনাক্সে সব কিছুই / (root) এর অধীনে থাকে। কোন একটি লজিকাল পার্টিশনকে আসলে /
(root) এর অধীনে মাউন্ট করে দিতে হবে। অথবা লিনাক্স স্টার্ট হবার পরে মাউন্ট
করতে হবে। NTFS পার্টিশন গুলো আসলে /media/<mountpoint-id> এভাবে করে মাউন্ট
হয়।
মাউন্ট করা মানে হলো কোন একটি পার্টিশন অথবা ড্রাইভ অথবা ডিভাইস কে / (root)
এর অধীনে কোন একটি নাম দিয়ে সেটি ব্যবহার উপযোগী করা।
মাউন্ট কী জিনিস বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন -
http://www.tuxfiles.org/linuxhelp/mounting.html
*
Arafat Rahman*
http://arafatbd.net
More information about the ubuntu-bd
mailing list