[Ubuntu-BD] উবুন্টু পার্টিশন সমস্যা

sagir khan sagir42 at gmail.com
Thu Dec 22 15:35:29 UTC 2011


ধন্যবাদ Shabab ভাই। বুঝতে পেরেছি।
আপনার কথা মত করে দেখছি কি হয়?

২২ ডিসেম্বর, ২০১১ ৯:২৮ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

> পার্টিশন প্রধানত দুই প্রকার। ১. প্রাইমারি, ২. এক্সটেন্ডেট। এই এক্সটেন্ডেট
> পার্টিশনের মধ্যে থাকে লজিক্যাল পার্টিশনগুলো।
>
> ট্রি দেখতে অনেকটা এইরকম:-
>
> - Primary Partition
> - Extended Partition
>  -- Logical Partition 1
>  -- Logical Partition 2
>  -- Logical Partition 3
>  -- Logical Partition 4
>
> Extended Partition বোঝার সুবিধার জন্য এক বাক্স চকলেটের কথা কল্পনা করা যেতে
> পারে। এখানে বাক্সটি হচ্ছে Extended Partition যার মধ্যে অনেকগুলো চকলেট বা
> Logical Partition রয়েছে।
>
> এখন আপনাকে যা করতে হবে, প্রথমে বাকি ৪০০ গিগার একটা এক্সটেনডেট পার্টিশন তৈরি
> করে তারপর ৪ টি লজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে।
>
> এই লিংকের শেষের দিকে একটা ছবি আছে। এটা দেখে বুঝতে সুবিধা হতে পারে:
> http://www.pcguide.com/ref/hdd/file/structPartitions-c.html
> ---
> Shabab Mustafa
>
>
>
> 2011/12/22 sagir khan <sagir42 at gmail.com>
>
> > ল্যাপটপে উবুন্টু সেটাপ দিবো। এখানে আর কোন অপারেটিং সিস্টেম থাকবে না।
> > রুট আর সোয়াপ ঠিক মতই হয়েছে। কিন্তু সমস্যা করছে এক্সটেনডেট পার্টিশন করতে
> > গিয়ে। ‌‌১০০ গিগার এক্সটেনডেট পার্টিশন করলে সংক্রিয় ভাবে ১০০ গিগার আরেকটি
> > লজিকাল পার্টিশন হয়ে যাচ্ছে।
> >
> > এটি কি কোন সমস্যা?
> >
> > সোয়াপ আর রুট বাদে আমি ৪০০ গিগাকে কিভাবে চারটা পার্টিশন করবো?
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽ ✽
> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list