[Ubuntu-BD] Lets do it
Sazzad Hossain
sazzadais at gmail.com
Thu Dec 15 11:12:48 UTC 2011
চেষ্টা করতে ক্ষতি কি ???
জানেনতো গুগল.কমে নানা সময়ে বিশেষ দিনগুলোতে গুগলের লোগো নানা সাজে সজ্জিত
হয় । আমাদের বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর উপলক্ষে গুগলের কাছে আমরা একটি মেইল
করতে পারি যেন গুগল ১৬ই ডিসেম্বরে স্পেশাল গুগল লোগো [যাকে বলে Google Doodle]
প্রদর্শন করে ।
নিচের ছোট্র মেইলটি গুগল এর কাছে পাঠিয়ে দিন অথবা নিজের মতো কাস্টমাইজ করে
নিতে পারেন :)
------------------------------------------------------------
-----------------------------
Subject: Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh
Dear GOOGLE DOODLE TEAM,
Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.
Thanks
Your Name
------------------------------------------------------------
-----------------------------
মেইলটুকু লিখে পাঠিয়ে দিন proposals at google.com এই ঠিকানায় ।
আসুন না বন্ধুরা, এই পোস্টটি সবার সাথে শেয়ার করি। আমরা জানি যে আমাদের এই
পেজে বিভিন্ন পেজের অ্যাডমিনরাও আছেন। তাদের কাছেও নিজের নিজের পেজ থেকে এটি
শেয়ার করার অনুরোধ রইল।
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list