[Ubuntu-BD] "উবুন্টু ব্যবারকারীদের আড্ডা এবং আলোচনা, ডিসেম্বর ২০১১"

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Wed Dec 14 13:58:20 UTC 2011


সময় বলা হয় নাই

দুপুর ২:৩০ থেকে বিকাল ৫ টা।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/12/14 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> বর্তমানে বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাদের
> অনেকেই অনেক কে চিনে না। আর এই সকল নতুন ব্যবহাকরীগন অনেকেই নানাবিধ সমস্যার
> সম্মুখিন হন। কিন্তু অনেকেই জানে না কিভাবে বা কোথায় সমস্যা নিয়ে আলোচনা করা
> হয়। যার ফলে অনেকেই চালানোর আগ্রহ হারিয়ে ফেলে। তাই নতুন ব্যবহারকারীদের জন্য
> এবং কিছু উৎসুক জনতার জন্য আগামী ৩০শে ডিসেম্বর ২০১১ ইং রোজ শুক্রবার আলোচনার
> ব্যবস্থা করেছি। আশা করি আপনারা সকলেই উপস্থিত থাকবেন, এতে করে আপনি আপনার
> সমস্যা নিয়ে আলোচনা করার কিছু ভালো উপায় যানতে পারবেন, আর পুরাতন রা নতুনদের
> সাহায্য করতে পারবে। এতে করে দেশে উবুন্টু নিয়ে আরো মানুষ সচেতন হবে আশা করা
> যাচ্ছে।
>
> আয়োজনের বিস্তারিত:
>
> তারিখ: ৩০শে ডিসেম্বর ২০১১ ইং, শুক্রবার
> স্থান: রুম নাম্বার ১০২, IER, ঢাকা বিশ্ব বিদ্যালয়<http://www.du.ac.bd/department/common/contact.php?bodyid=IER>
>>
>
> আলোচনায় যা যা থাকতে পারে:
>
> ফ্রি সফটওয়্যার কি?
> কেন ফ্রি সফটওয়্যার ব্যবহার করব?
> অপারেটিং সিস্টেম এবং লিনাক্স ডিস্ট্রো হিসাবে উবুন্টু কেন?
> মেইলিং লিস্ট কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয়? উবুন্টু বিডি মেইলিং লিস্ট
> এবং উবুন্টু ইউসারস মেইলিং লিস্ট নিয়ে কিছু কথা।
> IRC কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয়? কিছু IRC চ্যানেলের তালিকা।
> কেন ফোরাম, কি সুবিধা?
>
> আপনাদের কারও কোন পরামর্শ থাকলে জানান। সকলের পরামর্শ পেলে খুশি হব। আশা করি
> সকলেই অংগ্রহন করবেন। বছরের শেষ দিন করার ইচ্ছা ছিলো, কিন্তু খোলাবার থাকায়
> অনেকেই হয়ত আসতো না, তাই বন্ধের দিন দেওয়া।
>
> আপনি অংশগ্রহন করতে চাইলে এখানে <http://tinyurl.com/ubmtde2011> নিবন্ধন
> করুন।
>
> --
> মো: আশিকুর রহমান নূর (আশিকুর_নূর)
> স্বেচ্ছাসেবী সদস্য, উবুন্টু বাংলাদেশ
> স্বেচ্ছাসেবী সদস্য, এফওএসএস বাংলাদেশ
> ফোন: ০১৬১১১৫১৫৫০, ০১১৯৯১৫১৫৫০
>
>
>


More information about the ubuntu-bd mailing list