[Ubuntu-BD] আপডেট ইরর

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Mon Dec 5 15:24:10 UTC 2011


আপনি কি http://ppa.launchpad.net/tualatrix<http://ppa.launchpad.net/tualatrix/ppa/ubuntu/dists/oneiric/main/source/Sources>এর
মিরর পাল্টেছেন? এটা কি পাল্টানো যায়? আমার জানা নেই।

যাই হোক ... সমস্যা হচ্ছে, যে ডিরেক্টরিতে আপনার ফাইল থাকার কথা সেই
ডিরেক্টরিই বর্তমানে নেই।
http://ppa.launchpad.net/tualatrix/ppa/ubuntu/dists<http://ppa.launchpad.net/tualatrix/ppa/ubuntu/dists/oneiric/main/source/Sources>এ
গিয়ে দেখুন *oneiric* নামে কোন ডিরেক্টরি নেই। অথচ আপনার প্যাকেজগুলো
*oneiric* নামের ডিরেক্টরিতে থাকার কথা! আশাকরি ব্যাপারটা বুঝাতে পেরেছি।

2011/12/5 sagir khan <sagir42 at gmail.com>

> আমি কয়েকটা মিরর পরিবর্তন করে দেখলাম এমন ইরর দেখাচ্ছে। আর মেনুয়ালী আপডেট
> করতে গেলে কাছাকাছি ইরর দেখাচ্ছে আর বলছে ইন্টারনেট কানেকশন চেক করতে। অথচ
> আমার নেট কানেকশন ঠিক আছে।
>
>
-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list