[Ubuntu-BD] "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন
maSnun
masnun at gmail.com
Tue Aug 30 11:16:17 UTC 2011
পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
> নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন?
> আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
> পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।
>
পাইরেসী নিয়ে আমাদের দেশে বোধহয় মাতামাতিটা একটু বেশীই হয় । আজ পাইরেসী না হলে
পেটেন্ট সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হত যেটা শুধু কম্পিউটার সেক্টরেই সীমাবদ্ধ
থাকত না, পাট কিংবা ধান চাষের জন্যও হয়ত আমাদের রয়ালটি দিতে হত বা ভবিষ্যতে হবে
। তাই বলে পাইরেসীকে সাধুবাদ জানানোর সুযোগ নেই । তবে পাইরেসীকে "চুরি" বলা
মূর্খতা হবে । আর এই ধরণের আগ্রাসী ব্যানার ও নিন্দনীয় । আরো দুঃখ জনক হল এই
ধরণের আগ্রাসী প্রচারনা শুধু মাত্র গুটি কয়েক লোকের কাছ থেকে দেখা যায় যেটার
দায়ভার সমগ্র কমিউনিটির উপর পড়ে ।
>
> 'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি।
>
জ্বী, শাবাব ভাইয়ের প্রশ্ন ছিল আয়োজকদের উদ্দেশ্যে । যেহেতু শাবাব ভাই বা
"আমরা" অনেকেই আয়োজক নই তাই এক্ষেত্রে "তাহাদের" "আমাদের" সম্পর্কটা থেকেই যায়
। এটাকে আপনি এভাবে নেগেটিভলি কেন নিলেন বুঝতে পারলাম না । তবে এই কন্টেক্সটে
বিভাজনটা স্পষ্ট এবং অন্যায় কিছু না বলেই মনে করছি ।
>
> পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না
> এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো
> তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের
> খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না।
>
জবাবদিহিতার বিষয় এখানে না । রিং ভাই বলেছিলেন সাংবাদিকরা সর্বদাই আপনাদের সাথে
ছিলেন । তাই তাদের সংবাদকে বিশ্বাস করে নিতে । এখন আপনি বলছেন পত্রিকাওয়ালারা
যদি না এসে প্রেস রিলিজ দেখে ছাপায় তাহলে দায়িত্বটা তাদের । আমি আপনার সাথে
পুরোপুরি একমত । তবে আপনি বলতে চাইছেন সাংবাদিকরা আসেন নি, রিং ভাইয়া বললেন
তারা আপনাদের সাথেই ছিল । একটু সংশয় ছিল । এধরনের বিশাল আয়োজনে এ ধরনের তথ্য
বিভ্রাট পীড়াদায়ক এবং প্রকারান্তরে আয়োজকদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে
।
>
> যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি
> শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে;
> কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম
> লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে
> অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে
> পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি
> কিনা
> সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে --
> উনি
> আমার খুব কাছের আত্মীয়।
>
গত তিনটি মেইলে শাবাব ভাই এই তথ্যটুকুই চেয়েছিলেন । জানানোর জন্য ধন্যবাদ ।
More information about the ubuntu-bd
mailing list