[Ubuntu-BD] What's up with DOEL Laptops?
ZM.Mehdi Hassan
mehdi680 at gmail.com
Sun Aug 14 05:19:19 UTC 2011
কম বেশী ভিক্ষা চাওয়ার মতই। এটা হয়েছে অনেকটা উপায় অন্ত না দেখেই। কারন আমাদের
সরকারি কর্মকর্তাদের উবুন্তু সমন্ধে ধারনা খুবই নিন্ম মানের। শিক্ষিত সমাজ,
বিশেষ করে ইউনিভাসিটি লেভেলের অনেক স্টুডেন্ট ই ঠিকমত জানেনা, যে উবুন্তু বা
লিনাক্স মিন্ট এর ডেক্সস্টপ এডিশনে অনেক উন্নতি সাধিত হয়েছে। তাদের ধারনা,
লিনাক্সের রাজত্ব শুধু সার্ভার এর ক্ষেত্রে। আমাদের সবার সম্মিলিত প্রচারই
বাংলাদেশে লিনাক্স প্রসারে ভুমিকা রাখবে। একক ভাবে ১/২ টা প্রতিষ্ঠানের এবং
কিছু ফোরামের প্রচার যতেস্ট নয়। হোত যদি কোন ফোরাম খুবই জনপ্রিয় হত, প্রচুর
সদস্য এতে যুক্ত থাকত। এর ক্ষমতা আমরা মধ্য প্রাচ্যের ঘটনা গুলোতে দেখলাম।
--
শ্যামলিমা
+8801678702533
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list