[Ubuntu-BD] উবুন্টুতে সিডি অটোপ্লে করবো কে করে?
Sazzad Hossain
sazzadais at gmail.com
Fri Aug 12 00:38:31 UTC 2011
সগীর ভাই আপনার সমস্যা সমাধান হলে কিভাবে করলেন তা বিস্তারিত জানালে ভাল হবে
ধন্যবাদ সবাইকে
2011/8/12 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> প্রিয় সগীর ভাই
>
> উবুন্টুতে সিডি অটো প্লে অপশন বাই ডিফল্টই এনাবল করা থাকে, আপনাকে শুধু
> প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের তালিকা থেকে পছন্দেরটি সিলেক্ট করে দিতে হয়।
>
> আপনার সিডিটি উইন্ডোজের কোন অ্যাপ্লিকেশনের সাহায্যে চলে? মাল্টিমিডিয়া টাইপের
> কন্টেন্ট হলে এসএমপ্লেয়ার কিংবা ভিএলসি খুব ভালো কাজ করবে। আর ফ্ল্যাশের
> ক্ষেত্রে swfplayer এবং প্লাগইনসগুলো ইনস্টল করে নিন। আশা করি পরামর্শগুলো
> আপনার কাজে আসবে।
>
> ধন্যবাদ আপনাকে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list