[Ubuntu-BD] R Project ইনস্টল করার পর মেনুতে খুজে পাচ্ছি না।

Nasimul Haque nasim.haque at gmail.com
Mon Aug 8 07:37:38 UTC 2011


আর প্রজেক্ট কমান্ড লাইন এ্যপ্লিকেশন। এটা মেনুতে থাকবে না। আপনি rkward
ইনস্টল করুন। এটা আর-এর গ্রাফিকাল ইন্টারফেস, এটা মেনুতে আসবে।

2011/8/8 sagir khan <sagir42 at gmail.com>:
> সিনেপ্টিক প্যাকেজ ম্যানেরজার থেকে আর-প্রেজেক্ট ইনস্টল করলাম। কিন্তু সমস্যা
> হল কোন মেনুতেই খুজে পাচ্ছি না। কমান্ড দিয়ে খোলার চেষ্টা করেছিলাম কিন্তু সঠিক
> কমান্ডটি বুঝে উঠতে পারিনি।
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
M. Nasimul Haque
Appliansys, Coventry, UK
http://www.nasim.me.uk


More information about the ubuntu-bd mailing list