[Ubuntu-BD] মেইলিং লিস্টে নতুন কেউ কিভাবে যুক্ত হবে।

sagir khan sagir42 at gmail.com
Sun Aug 7 12:14:54 UTC 2011


কয়েকদিন আগে raju08ahsan at gmail.com এই মেইলের ভাইকে উবুন্টুর মেইলিং লিস্টের
এড্রেস দিলাম। সে আজ বললো সে মেইল করতে পারছে না।
নিজের মেসেজ আসছে-
The address "ubuntu-bd at lists.ubuntu.co​m" in the "To" field was not
recognized. Please make sure that all addresses are properly formed.
মেইলিং লিস্টে যুক্ত হতে তাকে কি করতে হবে বা সে কিভাবে মেইলিং লিস্টে যুক্ত
হতে পারবে?
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list