[Ubuntu-BD] How to add ISPros ubuntu and mint update server
maSnun
mailbox at masnun.me
Sat Aug 6 05:17:05 UTC 2011
সায়েফ ভাই,
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব সুখের না । ৩-৪ দিন আগেও দেখেছি ওদের প্যাকেজ
আউটডেটেড । মেইন সার্ভার বা ইউএস সার্ভার ব্যবহার করুন । লোকাল মিররে হয়ত এখন
কিছুটা সময় বাচবে, বেশী স্পীড পাবেন কিন্তু পরে অঘটন ঘটতেও পারে ।
2011/8/6 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> ispros এ মিন্ট এর কোন কিছু হোস্ট করা নাই, তাই সমস্যা পোহাতে হয় যারা উবুন্টু
> লোকাল মিরর থেকে নামিয়ে অভ্যস্ত। লিনাক্স মিন্টের নিজেস্ব রেপো আছে এখন তারা
> উবুন্টুর রেপো কে ব্যাকাপ হিসাবে রাখে।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/8/6 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় সায়েফউল্লাহ ভাই
> >
> > উবুন্টুর ক্ষেত্রে বাংলাদেশী মিরর সার্ভার রয়েছে কিন্তু লিনাক্স মিন্ট এর
> জন্য
> > সেরকম কোন সুবিধা এখনো নেই। এজন্যেই আপনি লিনাক্স মিন্টে বাংলাদেশী মিরর
> > হিসেবে
> > কিছু দেখতে পাচ্ছেন না।
> >
> > ধন্যবাদ।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> http://fossbd.org/index.php/event
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list