[Ubuntu-BD] কোন নেটবুক কিনলে উবুন্টু ব্যবহারে কোন ঝামেলা হব না।

shiplu shiplu.net at gmail.com
Tue Aug 2 13:30:59 UTC 2011


2011/8/2 sagir khan <sagir42 at gmail.com>
>
> আমি অচিরেই নেটবুক কিনবো। কিন্তু নেট বুক সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা নেই। তাই
> বুজতে পারছি না কোন ব্যান্ডের নেটবুক কিনলে উবুন্টু/লিনাক্স মিন্ট ব্যবহারে কোন
> রূপ সমস্যা হবে না।

এই লিংকে যেসব নেটবুকের নাম আছে তা কিনতে পারেন। এগুলো উবুন্টু সাপোর্ট
করে সম্পুর্ণরুপে। বিশেষ করে tier 1
https://wiki.ubuntu.com/HardwareSupport/Machines/Netbooks

এখান থেকে নেটবুক বাছাই করুন অথবা নেটবুক আগে বাছাই করে এই লিংকের সাথে
মিলিয়ে কম্পাটিবিলিটি রিপোর্ট দেখুন।

>
> --

Shiplu Mokadd.im
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list