[Ubuntu-BD] কোন নেটবুক কিনলে উবুন্টু ব্যবহারে কোন ঝামেলা হব না।

Jamal Khan jamal919 at gmail.com
Tue Aug 2 13:27:10 UTC 2011


   1. তোশিবার আগের ল্যাপটপগুলো অসাধারণ চলত , কোন এক্সট্রা ড্রাইভারও লাগত না
   , এখনকারগুলোতে এক্সট্রা ড্রাইভারতো লাগেই সাথে এসিপিআইও সমস্যা করে ।
   2. ডেল এর পিসিগুলোতে সাধারণত ওয়াই-ফাই ড্রাইভার ইন্সটল ছাড়া কোন সমস্যা নেই
   ,বেশ কয়েকটা ডেল 14R , 15R এ উবুন্টু দিয়েছি , সেগুলো ভালো চলছে ।
   3. এইচপি প্রোবুক গুলোতে টাচপ্যাড কিছুটা সমস্যা করে , রাইট ক্লিক করা যায়
   না - এই সমস্যাটা বাটন আর ট্র্যাকপ্যাড একসাথে থাকা মডেল গুলোতে হয় ।
   অন্যসবকিছু সাধারণত খুব ভালো চলে , কোন এক্সট্রা ড্রাইভার ইন্সটলের দরকার হয় না
   ।
   4. এসারে এসিপিআই সংক্রান্ত কিছু ঝামেলা পেয়েছি , সাধারণত ওয়াই-ফাই ইন্সটল
   করতে হয় ।
   5. কমপ্যাক ব্যবহার করছি আমি , CQ-61 , এটাতে এসিপিআই সংক্রান্ত প্রকট
   ঝামেলা আছে । অন্য মডেল গুলোর কথা বলতে পারছি না ।
   6. আসুস নিয়ে ধারণা নেই , একবারই একজনের ল্যাপটপে ইন্সটল দিয়েছিলাম - ভালোই
   চলছিল । মোডেল মনে নেই ।



*যেহেতু একই ব্র্যা্ন্ডের হওয়া সত্তেও অনেক মডেল সমস্যা করে তাই মডেলসহ বলতে
পারলে সেটা বেটার হবে বলেই আমার মনে হয় ।** *
*
*--
Every night before sleep I ask myself - Who am I ?
Till now the answer is - You are nobody. I wish it would be the same,
always.


More information about the ubuntu-bd mailing list