[Ubuntu-BD] উবুন্টুতে .sh ফাইল ইনস্টল করবো কি করে?

Sazzad Hossain sazzadais at gmail.com
Tue Aug 2 11:20:56 UTC 2011


ভাই ধন্যবাদ
জানতে পারলাম



2011/8/2 shiplu <shiplu.net at gmail.com>

> 2011/8/2 Sazzad Hossain <sazzadais at gmail.com>
>
> > যদি কেও বলতেন .sh file কি তবে জানতে পারতাম।
> >
>
> জানতে পারতেন না কি জানাতে পারতেন?
>
> লিনাক্সে শেল স্ক্রিপ্টের ব্যাচ ফাইলগুলোকে সাধারণত .sh এক্সটেন্সন দেয়া হয়।
> তবে এই এক্সটেন্সন শুধু নাম দেখে চেনার জন্যই ইউজ করা হয়। ফাইল এক্সিকিউট হতে
> এক্সটেন্সন যে কোন কিছু একটা হলেও হবে। না দিলেও সমস্যা নেই।
> যেমন নিচের ফাইলটি যদি file.sh নামে সেভ করে এক্সিকিউটেবল করা হয়।
> --------------
> #!/usr/bin/env php
> <?php phpinfo(); ?>
> --------------
>
> তবে কমান্ড প্রমপ্ট থেকে ./file.sh দিয়ে এটা রান করানো যাবে। এবং পিএইচপিই রান
> করবে।
>
> --
> >
> Shiplu Mokadd.im
> Follow me, http://twitter.com/shiplu
> Innovation distinguishes between follower and leader
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list