[Ubuntu-BD] উবুন্টুতে .sh ফাইল ইনস্টল করবো কি করে?

Jamal Khan jamal919 at gmail.com
Tue Aug 2 07:50:44 UTC 2011


ফাইলটা হোম ফোল্ডারে রেখে প্রোপার্টিজ থেকে Execute এনাবল করুন । এরপর ডাবল
ক্লিক করে Run in terminal সিলেক্ট করুন । ইনশাল্লাহ কাজ হবে ।

আর তাতে না হলে আরেকটা কাজ করতে পারেন - টার্মিনাল খুলে /bin/sh <ফাইল-লোকেশন>
লিখে এন্টার দিন ।

2011/8/2 sagir khan <sagir42 at gmail.com>

> আমি netbeans-7.0.1-ml-linux.sh ফাইলটি নমিয়ে ইন্সটল করার চেষ্টা করলাম।
> কিন্তু
> ব্যর্থ।
> sh netbeans-7.0.1-ml-linux.sh কমান্ড দিয়ে ইনস্টল করার চেষ্টা করলাম কিন্তু
> মেসেজ আসছে---
> sh: Can't open netbeans-7.0.1-ml-linux.sh
> এখন কি করবো?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Every night before sleep I ask myself - Who am I ?
Till now the answer is - You are nobody. I wish it would be the same,
always.


More information about the ubuntu-bd mailing list