[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Apr 30 19:40:54 UTC 2011
প্রিয় জয়ন্ত দা
৩০ এপ্রিল, ২০১১ ৭:০৯ pm এ তে, jayanta nath <jayantanth at gmail.com> লিখেছে:
> কলকাতাতে কেউ দিতে পারবেন? বা কেউ আছেন?
>
আপনি সৌগত রয় চৌধুরীর সাথে একটু যোগাযোগ ঘটিয়ে নিন। উনি খড়গপুরে থাকেন। তবে
কোলকাতাতে নিয়মিত যাতায়াত করেন। ওনার ইমেইল আইডি হলো: sougatain at gmail.com
@ শাবাব
বুঝলাম না। এটা কি জিনিস? Alpha1 এর পৃষ্ঠায় বড় বড় করে লেখা "Attention: This
> page is out-of-dat"
>
আমারো বোধগম্য হয়নি যে এবারের এই .... বিষয়টা আসলে কি?। তবে
http://www.mirrorservice.org/sites/cdimage.ubuntu.com/cdimage/releases/11.04/release/
এখানে তো দেখছি এটা ২৬ তারিখের মিরর আপডেট। আর সার্ভার টাও তো University of
Kent এর এবং এই মিররটা উবুন্টুর মিরর হিসেবে রেজিস্টার্ড। আর সর্বশেষ মিররিং
করা হয়েছে ২৯ তারিখে। আর তাই সাত পাঁচ না ভেবে নামায়ে রাখলাম।
কি, কেন, কিভাবে? পরে একসময় না হয় সময় করে জেনে নোব। :)
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১" ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/> ।। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ<http://linuxmint-bd.org/about_us>।। সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list