[Ubuntu-BD] ইমেইলের স্বাক্ষর জনিত একটি প্রস্তাব
Shabab Mustafa
shabab at linux.org.bd
Sat Apr 30 10:12:05 UTC 2011
কিছু কিছু সদস্যের ইমেইলের স্বাক্ষরের উচ্চতা ২০ লাইনের কাছাকাছি। তাদের কাছে
থেকে যখন এক-দুই লাইনের উত্তর পাওয়া যাচ্ছে তখন কোনটি যে ইমেইলের মূল অংশ আর
কোনটি এর লেজ সেটা বুঝতে বেগ যথেষ্ট বেগ পেতে হচ্ছে (অন্তত আমার হচ্ছে, আমি
নিজে বেশ বিব্রতবোধ করছি)।
আমার প্রস্তাবটি খুব সহজ। আমাদের মেইলিং লিস্টে ব্যবহৃত স্বাক্ষরের উচ্চতা আমরা
সর্ব্বোচ ৫ লাইন রাখতে পারি। প্রয়োজনে স্বাক্ষরে একটি আমরা নিজেদের পাবলিক
প্রোফাইলের লিংক যোগ করতে পারি যেখানে আমাদের বিস্তারিত তথ্যাদি থাকতে পারে।
দয়া করে এই প্রস্তাবের পক্ষে - বিপক্ষে আপনাদের মতামত জানান।
ধন্যবাদ।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
More information about the ubuntu-bd
mailing list