[Ubuntu-BD] মেইলিং লিস্টে কিছু কিছু থ্রেডে ইংরেজি যে কারণে ব্যবহার করা হয়।
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Apr 30 09:53:27 UTC 2011
৩০ এপ্রিল, ২০১১ ৩:৪৯ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
> অটপিক এড়াতে নতুন থ্রেড খোলা হল।
>
> ইংরেজিকে আমরা পুরোপুরি বাদ দিতে পারছি অন্যরকম কিছু কারণে। উবুন্টু বাংলাদেশ,
> উবুন্টু আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধি। উবুন্টু বাংলাদেশের
> কাজকর্ম মনিটর করে লোকো কাউন্সিল। এই মনিটরিংয়ের ভিত্তিতে নির্ভর করে দাপ্তরিক
> স্বীকৃতির মত কিছু বিষয়। আমরা সত্যিই উবুন্টু নিয়ে কি কি কাজ করছি, কি করে করছি
> সেটা লোকো কাউন্সিল যাতে সহজেই জানতে পারে সে জন্য কিছু কিছু মেইলের ভাষা ইচ্ছে
> করেই ইংরেজি রাখা হয়। ইংরেজি উবুন্টু বাংলাদেশের অন্যতম দাপ্তরিক ভাষা।
>
> এছাড়া অনেকেই ইমেইলে বাংলার চাইতে ইংরেজিতে সাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণেও কেউ
> কেউ ইংরেজিতে মেইল করে থাকেন। তবে যে ভাষাতেই বলা হোক না কেন, কি বলা হচ্ছে
> সেটাই গুরুত্বপূর্ণ।
>
> আবারও সবাইকে অনুরোধ করছি অফটপিক মেইল এড়ানোর প্রতি আরেকটু বেশি যত্নবান হতে।
>
পূর্ন সহমত
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list