[Ubuntu-BD] Problem: upgrade using Ubuntu alternate CD

Arafat Rahman opurahman at gmail.com
Sat Apr 30 02:21:28 UTC 2011


আমি উবুন্টু ১০.১০ থেকে ১১.০৪ alternate cd থেকে আপগ্রেড করতে চেষ্টা করছি।
সিডি থেকে এবং .iso ফাইলকে mount করে দুই ভাবেই ব্যর্থ হয়েছি।

fetch stage এ গিয়ে এরর দেখাচ্ছে, বলছে একটি ফাইল পাচ্ছে না, অথচ ফাইলটি বহাল
তবিয়তে সেখানে আছে।
/pool/main/m/manpages/manpages_3.27-1ubuntu2_all.deb

এই ফাইলটি সিডিতেও আছে, মাউন্টেড ফোল্ডারেও আছে।

আমি এই কমান্ডের মাধ্যমে আপগ্রেড করতে চেষ্টা করছিলাম - gksu "sh
/media/ubuntu1104/cdromupgrade"

মুরুব্বিরা যদি একটু সাহায্য করতেন তাহলে ফরম্যাট করা থেকে বেঁচে যাই।

*Arafat Rahman*
Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com>
http://arafatbd.net


More information about the ubuntu-bd mailing list