[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Fri Apr 29 18:14:05 UTC 2011


প্রিয় শাবাব

৩০ এপ্রিল, ২০১১ ১২:০৭ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

> @রিং,
> Diskette মিডিয়াতে উবুন্টু কি করে পাওয়া যাবে? এত ছোট কোন ভার্সন আছে কি?
>

ওটা সিডি/ডিভিডি মিডিয়া বুঝাতে গিয়ে লিখেছিলাম। বর্তমানে এ বঙ্গদেশে ফ্লপি
ডিস্কেট যুক্ত পিসিতে উবুন্টু ১১.০৪ কে চালাবার প্রচেষ্টা করা আর ডাইনোসরের
সাথে মোলাকাত হওয়া এই কথা। :)

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list