[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Fri Apr 29 17:59:28 UTC 2011


প্রিয় শাবাব

২৯ এপ্রিল, ২০১১ ১০:৪২ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

>  2011/4/29 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> আপনি নেটবুক সংস্করণ কোথা থেকে নামাচ্ছেন?
>

আসলে ওদের অল্টারনেট সাইটে ওই ডালো লিংকটা দেয়া রয়েছে। কিন্তু ওটা যে "মিসিং
লিংক" সেটা খেয়াল করিনি। :)

নেটবুক ও কেডিই এডিশন বাদে বাকীগুলো উবুন্টু ১১.০৪ এর ডেক্সটপ (৩২ ও ৬৪ বিট),
সার্ভার (৩২ ও ৬৪ বিট) আইএসও এবং ডিস্কেট মিডিয়াতে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স
সলিউশনস বাংলাদেশ এর প্রধান কার্যালয় থেকে আগামী কাল সকাল ১০টা থেকেই যে কেউই
কুরিয়ার মাধ্যমে কিংবা সরাসরি সংগ্রহ করতে পারবেন।

ধন্যবাদ সকলকে।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list