[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে

Jamal Khan jamal919 at gmail.com
Fri Apr 29 08:56:27 UTC 2011


বুয়েট ক্যাফে ওয়াইফাই কানেকশন । লাইনটা বিটিটিবি থেকে নেয়া । কত মেগা
ব্যান্ডউইডথ জানিনা , তবে মোটামুটি গড়ে ৪ এমবিপিএর এর কানেকশন পাওয়া যায় ।
বন্ধের দিন মানে বৃহঃস্পতি শুক্রবার এটা আরো অনেক বেশি থাকে :)
তবে সিএসই এর ল্যাবগুলোতে এভারেজ কানেকশন স্পিড ২০ এমবিপিএর এর কাছাকাছি । শুধু
একটাই সমস্যা প্রক্সি করে রাখার কারনে টরেন্ট ব্যবহার করা যায় না, সব ডাইরেক্ট
ডাউনলোড করতে হয় :(

2011/4/29 shiplu <shiplu.net at gmail.com>

> 2011/4/29 Jamal Khan <jamal919 at gmail.com>
>
> > এই মাত্র ভার্সিটির ক্যাফে থেকে নামালাম উবুন্টু ১১.০৪ , সময় লাগল ২ মিনিট ৯
> > সেকেন্ড ! :)
> > রাতে টেস্ট করে দেখব ।
> >
> > কোন ভার্সিটির ক্যাফে এটা?  মনে হচ্ছে এট লিস্ট ৪৮এমবির লাইন নেয়া।
> অবশ্য লোকাল নেট হতে পারে।
>
> বাংলালায়ন বা কিউবির ইউএসবি ডোঙ্গল ইউজাররা  এপাচি ইন্সটল করে সেখানে তার
> ডাউনলোড কৃত আইসও রাখলে, একই ল্যানের অন্যান্যরা ডাউনলোড করতে পারে হাই
> স্পিডে।
> আমার ডোঙ্গল নেই। ইনডোর মডেমে পোর্ট ফরওয়া্র্ড করেও কাজটা করা যাবে। কিন্তু
> সমস্যা হল আমার আইপি পাবলিক। নয়ত আমি ডাউনলোড করে অসংখ্য ওয়াইম্যাক্স ইউজারকলে
> দিতে পারতাম।
>
> 2011/4/29 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> >
> > > উবুন্টু ১১.০৪ এর ডেক্সটপ (৩২ ও ৬৪ বিট), সার্ভার (৩২ ও ৬৪ বিট) এবং
> নেটবুক
> > > সংস্করন নামাচ্ছি। কারো লাগলে মেইলে কিংবা মুঠোফোনে আওয়াজ দিবেন প্লিজ। :)
> > >
> > > ইনশাল্লাহ আমার সংগ্রহে থাকা লিনাক্স আইএসও গুলোর একটা
> > > তালিকা<http://fossbd.org/index.php/buy-now>শীঘ্রই আপলোড করে দিতে
> > > পারবো।
> > >
> > >
> > > --
> > > রিং
> > > +8801671411437
> > >
> > > মহাসচিব
> > > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > >
> > > প্রধান সমন্বয়ক
> > > "পেঙ্গুইন মেলা - ২০১১"
> > >
> > > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> > > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> > > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> > > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> > > ঢাকা-১০০০।
> > >
> > > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
> > > সদস্য, উবুন্টু
> > > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য
> ডন
> > > 'র
> > > ব্লগ <http://toshazed.wordpress.com/>
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> > >
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> >
> > It is better to sit alone than in company with the bad; and it is ,
> better
> > still to sit with the good than alone. It is better to speak to a seeker
> of
> > knowledge than to remain silent, but silence is better than idle words.
> >
> > - Prophet Mohammed SM (From  Bukhari)
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> Innovation distinguishes between follower and leader
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 

It is better to sit alone than in company with the bad; and it is , better
still to sit with the good than alone. It is better to speak to a seeker of
knowledge than to remain silent, but silence is better than idle words.

- Prophet Mohammed SM (From  Bukhari)


More information about the ubuntu-bd mailing list