[Ubuntu-BD] উবুন্টু ১০.০৪ বাংলা ব্যবহার সহায়ীকা

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Apr 29 08:42:34 UTC 2011


যারা মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য সরাসরি ডাউনলোড মিরর:
http://blog.shababmustafa.net/download/Ubuntu-Linux-10-04_Guide.tar.gz


আমিও জয়ন্তদা-র সাথে একমত। উইকিবই এইকাজের জন্য একটি ভাল যায়গা হতে পারে। এটি
প্রয়োজনে যেমন পুরোটা পিডিএফ আকারে নামানো যাবে, তেমনি আবার অনলাইন রেফারেন্স
হিসেবে নির্দিষ্ট কোন সেকশনের URL ও ব্যবহার করা যাবে। এছাড়া এটা আপডেটেও
সুবিধা হবে।

যেহেতু অনেকেই উইকি মার্কআপে এখনো পোক্ত নয় তাই আশিকুরের আপত্তি না থাকলে
জযন্তদা-কে অনুরোধ করব প্রাথমিক ভাবে ODT থেকে উইকিবই-তে লেখাগুলো স্থানান্তরের
জন্য সাহায্য করতে।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2011/4/29 jayanta nath <jayantanth at gmail.com>

> আপনারা এই ভাবে কেনো কাজ করছেন জানিনা। সব থেকে ভালো হয় আপনারা যদি
> http://bn.wikibooks.org  তে কাজ করুন। সবাই সবার কাজ টা দেখতে পারবেন, বা আর
> একটা অপসন গুগুল ডকে কাজ করুন
>
> --
> With Warm Regards,
> *Jayanta Nath*
> Calcutta,West Bengal
> Facebook :http://www.facebook.com/jayantanth
> Wikipedia :http://en.wikipedia.org/wiki/User:Jayantanth
> আসুন পাইরেসি মুক্ত ভারত  গড়ি,সবাই মুক্ত সফ্‌টওয়ার ব্যবহার করি [image:
> O:-)],অন্যকে ব্যবহারে উৎসাহিত করি।
> ______________________________
>
> Wikimediaindia-l mailing list
> wikimedia-in-wb at lists.wikimedia.org <Wikimediaindia-l at lists.wikimedia.org>
> wikipedia-bn at lists.wikimedia.org
>  <https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list