[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে

shiplu shiplu.net at gmail.com
Fri Apr 29 08:41:48 UTC 2011


2011/4/29 Jamal Khan <jamal919 at gmail.com>

> এই মাত্র ভার্সিটির ক্যাফে থেকে নামালাম উবুন্টু ১১.০৪ , সময় লাগল ২ মিনিট ৯
> সেকেন্ড ! :)
> রাতে টেস্ট করে দেখব ।
>
> কোন ভার্সিটির ক্যাফে এটা?  মনে হচ্ছে এট লিস্ট ৪৮এমবির লাইন নেয়া।
অবশ্য লোকাল নেট হতে পারে।

বাংলালায়ন বা কিউবির ইউএসবি ডোঙ্গল ইউজাররা  এপাচি ইন্সটল করে সেখানে তার
ডাউনলোড কৃত আইসও রাখলে, একই ল্যানের অন্যান্যরা ডাউনলোড করতে পারে হাই স্পিডে।
আমার ডোঙ্গল নেই। ইনডোর মডেমে পোর্ট ফরওয়া্র্ড করেও কাজটা করা যাবে। কিন্তু
সমস্যা হল আমার আইপি পাবলিক। নয়ত আমি ডাউনলোড করে অসংখ্য ওয়াইম্যাক্স ইউজারকলে
দিতে পারতাম।

2011/4/29 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > উবুন্টু ১১.০৪ এর ডেক্সটপ (৩২ ও ৬৪ বিট), সার্ভার (৩২ ও ৬৪ বিট) এবং নেটবুক
> > সংস্করন নামাচ্ছি। কারো লাগলে মেইলে কিংবা মুঠোফোনে আওয়াজ দিবেন প্লিজ। :)
> >
> > ইনশাল্লাহ আমার সংগ্রহে থাকা লিনাক্স আইএসও গুলোর একটা
> > তালিকা<http://fossbd.org/index.php/buy-now>শীঘ্রই আপলোড করে দিতে
> > পারবো।
> >
> >
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক
> > "পেঙ্গুইন মেলা - ২০১১"
> >
> > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> > ঢাকা-১০০০।
> >
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন
> > 'র
> > ব্লগ <http://toshazed.wordpress.com/>
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
>
> It is better to sit alone than in company with the bad; and it is , better
> still to sit with the good than alone. It is better to speak to a seeker of
> knowledge than to remain silent, but silence is better than idle words.
>
> - Prophet Mohammed SM (From  Bukhari)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list