[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ প্রকাশিত হয়েছে

Tareq Hasan tareq1988 at gmail.com
Thu Apr 28 19:50:08 UTC 2011


রঞ্জু ভাই, ডাউনলোড করেন। এসে নিব :D
ইউনিটি ভালো না লাগলে লগিন স্ক্রিন থেকেই ক্লাসিক উবুন্টু ডেস্কটপে যাওয়ার কথা।
অনেকদিন ধরেই লুসিড চালাচ্ছি, দেখি এবার আপগ্রেড করা যায় কিনা!
--------------------------------------------
Best regards
Tareq Hasan
Blog <http://tareq.wedevs.com> | Twitter <http://twitter.com/tareq_cse>



2011/4/28 Arafat Rahman <opurahman at gmail.com>

> আমি উত্তরায় (ঢাকা), ডাউনলোড দিয়েছি। আশা করি সকালে সিডি বার্ন করতে পারব।
>
> উত্তরার আশে পাশে কারো দরকার হলে আওয়াজ দেবেন।
>
> *Arafat Rahman*
> Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com
> >
> http://arafatbd.net
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list