[Ubuntu-BD] উবুন্টু'র সাথে ডুয়েল বুটে চলা এক্সপি-কে আবার সেট-আপ দিলে উবুন্টু তার সব ফাইল-পত্র নিয়ে ঠিক থাকবে?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Thu Apr 28 10:53:59 UTC 2011
প্রিয় রিপন ভাই
আপনি নিশ্চিন্ত মনে এক্সপি আপনার হার্ডডিস্কের C:\ ড্রাইভে ইন্সটল করে ফেলুন।
কোনরূপ দুশ্চিন্তাই করবেন না। এক্সপি সেটা হবার পর নিচের কাজগুলো একটার পর একটা
করতে থাকলে কোন সমস্যা ছাড়াই আপনি আপনার সিস্টেমের উবুন্টুকে ফেরত পাবেন। তো
আসুন চেষ্টা করি।
> তিনটি ধাপে কাজ সমাধা করতে হবে ধাপগুলো আগে পড়ে বুঝে নিয়ে তারপর কাজ শুরু
> করবেন।
>
> *ধাপ ১: লিনাক্স ইন্সটলেশনের ড্রাইভ নম্বর খুঁজে বের করা*
> এই ধাপে আমরা লিনাক্স যে ড্রাইভে ইন্সটল করা আছে তার নম্বর খুঁজে বের করব।
> এজন্য প্রথমে উবুন্টু কিংবা লিনাক্স মিন্ট সিডি/ডিভিডি রমে ঢুকিয়ে দিয়ে পিসি
> বুট করুন। লাইভ সিডি বুট হয়ে আসলে মেন্যু থেকে টার্মিনাল খুলে কমান্ড দিন:
> *
> *sudo fdisk -l
>
> পাসওয়ার্ড চাইলে আপনার ইউজার পাসওয়ার্ড দিন। এই কমান্ডের ফলে আপনি একটি লিস্ট
> দেখতে পাবেন। এইখানে আপনি আপনার লিনাক্স ইন্সটলেশনের ড্রাইভের ঠিকানা পাবেন।
> আপনার হার্ডডিস্কের ক্ষেত্রে ঘটনাটা হবে ঠিক নিচের মতো:
>
> ripon at ripon-desktop:~$ sudo fdisk -l
> > [sudo] password for ripon:
> >
> > Disk /dev/sda: 320.1 GB, 320072933376 bytes
> > 255 heads, 63 sectors/track, 38913 cylinders
> > Units = cylinders of 16065 * 512 = 8225280 bytes
> > Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
> > I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
> > Disk identifier: 0xf8b0f8b0
> >
> > Device Boot Start End Blocks Id System
> > /dev/sda1 * 1 5252 42180975+ 7 HPFS/NTFS
> > /dev/sda2 5252 38912 270379009 f W95 Ext'd (LBA)
> > /dev/sda5 10200 19760 76798701 7 HPFS/NTFS
> > /dev/sda6 19761 29321 76798701 7 HPFS/NTFS
> > /dev/sda7 29322 38912 77039676 7 HPFS/NTFS
> > /dev/sda8 5252 9991 38065152 83 Linux
> > /dev/sda9 9991 10199 1675264 82 Linux swap /
> > Solaris
> >
> > Partition table entries are not in disk order
> > ripon at ripon-desktop:~$
>
> এখানে লিনাক্স ইন্সটল হয়েছে /dev/sda8 ড্রাইভে।
> *ধাপ ২: ড্রাইভটি মাউন্ট করা*
> এবার এই ড্রাইভটি মাউন্ট করার পালা। এই জন্য প্রথমে /media ডিরেক্টরিতে একটি
> নতুন ফোল্ডার খুলে নিয়ে সেখানে আমরা ড্রাইভটি মাউন্ট করব। এই জন্য টার্মিনালে
> নিচের দুটি কমান্ড দিন:
>
> sudo mkdir /media/sda8
> sudo mount /dev/sda8 /media/sda8*
> *
> এই কমান্ড দুটির প্রথমটিতে আমরা একটি /media/sda8 নামে একটি নতুন ফোল্ডার তৈরি
> করলাম। পরের কমান্ডটি দ্বারা সেই ফোল্ডার আমাদের ড্রাইভ /dev/sda8 মাউন্ট
> করলাম।
>
> *ধাপ ৩: গ্রাব রি-ইন্সটল করা*
> মাউন্ট শেষে এইবার গ্রাব রি-ইন্সটল করার পালা। এজন্য টার্মিনালে নিচের
> কমান্ডটি দিন:
>
> sudo grub-install --root-directory=/media/sda8 /dev/sda
>
> ব্যস, কাজ শেষ। এবার লাইভ সিডি থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে পিসি বুট করুন।
> আগের মতো উবুন্টু আর জানালা উভয়কেই একটা লিস্টে দেখতে পাবেন।
>
> *লক্ষ্যণীয়:
> ১. লক্ষ করুন, ধাপ ৩ -এ কমান্ডের শেষেরটুকু কিন্তু '/dev/sda', এটি কিন্তু
> '/dev/sda8' নয়। *
>
আশা করি উবুন্টুর সাথে আপনার ভালোলাগা ভালোবাসা আজীবন বজায় থাকবে। :)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list