[Ubuntu-BD] উবুন্টু ১০.০৪ বাংলা ব্যবহার সহায়ীকা

Shahriar Tariq shahriar at linux.org.bd
Wed Apr 27 14:46:39 UTC 2011


২৭ এপ্রিল, ২০১১ ২:৫৩ pm এ তে, Md Ashickur Rahman Noor <
ashickur.noor at gmail.com> লিখেছে:

> http://www.mediafire.com/?9y1eq1ey9mmoumk
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
> Mail me: ashickurnoor at acm.org
>
>
>
>
> 2011/4/27 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>
> > দিয়ে দিচ্ছি একটু পরেই। ধন্যবাদ।
>
> > 2011/4/27 Mohammad Mukhtaruzzaman <jewel98 at gmail.com>
> >
> >> আমাকে সহায়িকাটির editable copy (suppose in .doc format) দিলে
> edit/correct
> >> করে দিতে পারি। যদি চান, আমার edited  অংশ red mark করে দিতে পারি, যাতে
> >> সহজেই চেক করে final করতে পারেন।
> >>
> >> 2011/4/26 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> >>
> >> > সবার প্রতি আমার অনুরোধ সহায়িকাতে যে সকল ভুল খুজে পাবেন তা আমাকে জানান,
> >> এতে
> >> > আমার ভুল সংশোধনের সুবিথা হবে।
>

আশিক ভাই এভাবে কাজ করতে পারবেন না।

আপনি আপনার পরিচিত কয়েকজনকে নিয়ে বসেন যারা আসলেই আগ্রহী প্রুফ রিডিং এ (যেমন
মুখতারুযজামান ভাই) এরপর আপনি অধ্যায় ভাগ করে দিন। এক একটা অধ্যায় শেষ হলে ফাইল
বদলাবদলি করে আবার ভিন্ন অধ্যায় প্রুফ রিড করতে হবে।
নাহলে মুখতারুজ্জামান ভাই প্রথম থেকে প্রুফ রিডিং শুরু করলেন আর আমিও প্রথম
থেকে প্রুফ রিডিং শুরু করে দুইজনেই একই ভুল শোধরাচ্ছি। এতে কিন্তু অযথা সময় ও
শ্রম দুই-ই বেশি লাগছে। আরেকটা বিষয় কেউ যদি পুরোদমে সময় দিতে না পারেন তাহলে
যেনো কোন প্রজেক্টে হাত না দেয় এতে আধা কাজ করে ফেলে রাখা হবে। (একারণেই আসলে
ইচ্ছে থাকলেও প্রুফ রিডিং এ যাচ্ছি না)


-- 
Thanking you
Shahriar Tariq

Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com

Personal Blog
http://www.ashabadi.com/

Volunteer, Bangladesh Linux Users Alliance
http://linux.org.bd check our forum: http://forum.linux.org.bd

Team Contact, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org/

Endorsement:
আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/
and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list