[Ubuntu-BD] উবুন্টু টিশার্ট
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Tue Apr 26 17:33:03 UTC 2011
2011/4/26 istiaque ahamed <ahamedistiaque at yahoo.com>
> Hi, Shahriar Tariq
>
> I need some ubuntu T-shirt.But how can collect t-shit. Plz help me?
> THANKS,
>
> ISTIAQUE AHAMED
>
>
ইশতিয়াক ভাই,
উবুন্টু টিশার্ট এখনও পাওয়া যেতে পারে, তবে এটা বিনামূল্যে পাওয়া সম্ভব নয়।
বর্তমানে টিশার্টের মূল্য ২২০ টাকা (১৬০+জিএসএম মেটারিয়ালের উপর
স্ক্রিনপ্রিন্ট)। যদি আপনার মনে হয় ন্যায্য দাম চাওয়া হচ্ছে তাহলে অনুগ্রহ করে
মামুন ভাই (+880-1716-769082) কে ফোন করে খোঁজ নিতে পারেন।
*সংবিধিবদ্ধ সতর্কিকরণ:*
প্রজেক্টটা শুরু হয়েছে ভালোবাসা থেকে কিন্তু সবকিছুর মতোই টিশার্টের ব্যবসা আর
সব ব্যবসার মতো মুনাফা করা প্রয়োজন। ভালোবাসার জিনিস নিয়েও ব্যবসা করা যেতে
পারে যতক্ষণ না তা প্রহসনের পর্যায়ে চলে যায়। কারও যদি মনে হয় প্রহসন করা হচ্ছে
তারা সেই জিনিস কেনা থেকে বিরত থাকতে পারেন।
*এই প্রজেক্টের সমস্ত দায় দায়িত্ব আমিগোজ ক্লোদিং এর, এই প্রজেক্টের সাথে
উবুন্টু বাংলাদেশ, বিএলইউএ অথবা অন্য কোন অঙ্গ প্রতিষ্ঠানের সরাসরি ব্যবসায়িক
লেনদেন নেই।*
--
Thanking you
Shahriar Tariq
Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com
Personal Blog
http://www.ashabadi.com/
Volunteer, Bangladesh Linux Users Alliance
http://linux.org.bd check our forum: http://forum.linux.org.bd
Team Contact, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org/
Endorsement:
আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/
and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list