[Ubuntu-BD] উবুন্টুতে k3b দিয়ে ভিডিও ডিভিডি রাইট প্রসঙ্গে।
ajom mahmud
ajomraj at gmail.com
Thu Sep 16 14:39:25 BST 2010
প্রিয় সবাই,
আমি আমার কম্পিউটারের DAT ও MPG ভিডিও ফাইল গুলোকে ডিভিডিতে (ভিডিও
ডিভিডি হিসেবে) রাইট করতে চাই। আমার উবুন্টুতে k3b আছে। আমি এটি দিয়ে
কিভাবে ভিডিও ডিভিডি রাইট করতে পারি? আর এটা যেন প্রায় সব ডিভিডি
প্লেয়ারে চলে। আমি উইন্ডোজ থেকে নিরো দিয়ে একটি ডিভিডি রাইট (ডাটা ডিভিডি
মোডে) করেছি কিন্তু সেটা কিছু ডিভিডি প্লেয়ারে চলে (যে সব প্লেয়ার
মেমোরীকার্ড সাপোর্ট করে) কিছু প্লেয়ারে চলে না (যে সব প্লেয়ার
মেমোরীকার্ড সাপোর্ট করে না অর্থাৎ আগের মডেল)। নিরো দিয়ে প্রকৃত ডিভিডি
রাইট করতে গেলে VOB ফাইল চাই। এ অবস্থায় আমি উবুন্টুতে k3b দিয়ে ভালো ফল
পাবো বলে আশা করছি। কিন্তু বিষয়টি আমার প্রকৃতভাবে জানা নেই।
প্লিজ এই বিষয়ে সাহায্য প্রার্থনা করছি।
পুনশ্চঃ মেইলটি প্রথমবার সেন্ড করার সময় আমার নেট সমস্যা হওয়ায় বুঝতে
পারলাম না এটি সেন্ড হয়েছে কি না ফলে দ্বিতীয়বার সেন্ড করলাম। ডাবল সেন্ড
করার জন্য আন্তরিক ভাবে দুঃক্ষিত।
বিণত
আজম
তানোর, রাজশাহী।
01199351546
More information about the ubuntu-bd
mailing list