[Ubuntu-BD] হাজার দশেক পোস্ট এবং লিফো'র এগিয়ে চলা...

Ovro Niil ovroniil at gmail.com
Tue Sep 14 19:49:49 BST 2010


অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় লিনাক্স ফোরাম <
http://forum.linux.org.bd> আজ দশহাজার পোস্টের মাইলফলক অতিক্রম করেছে। পাঁচ
বছর ধরে ইংলিশে থাকা এই ফোরামটিকে বাংলায় রূপান্তরের কাজ যখন শুরু হয় তখন এমন
অভুতপূর্ব সাড়া পাবার কথা আমরা কেউই চিন্তা করিনি। সবই সম্ভব হয়েছে এর
লিনাক্সানুরাগী সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য।

যারা নিয়মিত বা অনিয়মিতভাবে লিফো'র সাথে আছেন ও ছিলেন এবং যারা সদস্য না
হয়েও মাঝে মাঝেই লিফোকে দেখে গিয়েছেন, সবার জন্য রইল লিনাক্স ফোরামের পক্ষ
থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।


মূলপোস্টঃ http://forum.linux.org.bd/viewtopic.php?f=3&t=1732



-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd


More information about the ubuntu-bd mailing list